মুম্বই: দিনকয়েক আগেই ভারতীয় ক্রিকেট দলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকাদের ঝকঝকে হীরের আংটি উপহার দেওয়া হয় বোর্ডের তরফে। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় সেই উপহার দেওয়ার কথা ঘোষণাও করা হয়। কিন্তু কী উপলক্ষ্যে এই উপহার দেওয়া হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের?


বিরাটদের বোর্ডের তরফে এই আংটিটি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতেই দেওয়া হয়েছে। এই আংটিগুলির নাম দেওয়া হয়েছে 'চ্যাম্পিয়ন্স রিং' (Champions Ring)। প্রতিটি আংটিতে উক্ত খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর রয়েছে। আংটি গুলির মাঝে রয়েছে অশোকচক্র। সেই চক্রকে গোল করেই লেখা, 'India T20 World Champions 2024'।


বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এই রিংগুলি বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং ভিডিওটির ক্যাপশনে লেখা, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অনবদ্য পারফরম্যান্সকে সম্মান জানাতে এই চ্যাম্পিয়ন্স রিং দেওয়া হচ্ছে। হীরে সারাজীবনের জন্য থাকে বটেই, তবে এই জয় শতকোটি জনগণের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই স্মৃতিগুলি আমাদের সঙ্গে সারাজীবন থাকবে।'  


 






 


১ ফেব্রুয়ারি বিসিসিআইয়ের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি ছিলেন না। তবে বিশ্বজয়ী দলের ১৫জন খেলোয়াড়ের মধ্যে অধিনায়ক রোহিতসহ মোট নয় জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।


জগন্নাথ মন্দিরে টিম ইন্ডিয়ার তারকারা


আর ২৪ ঘণ্টাও বাকি নেই। রবিবাসরীয় দুপুরেই কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল শহরে পৌঁছে গিয়েছে গোটা টিম ইন্ডিয়া। আর কটকে পৌঁছনোর পরেই আজ পুরীর জগন্নাথ মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করতে ছুটলেন ভারতের দলের তারকা ত্রয়ী।


ভারতীয় দলের তারকাদের মধ্যে অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তীকে পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গিয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভারতীয় দলের তারকারা মন্দির চত্ত্বরে উপস্থিত হন। বেহেরান গেট দিয়ে তাঁরা মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার প্রতি নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে পুজো করেনে তাঁরা। এই ভিডিও বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।


আরও পড়ুন: দ্বিতীয় ওয়ান ডের আগের পুরীর জগন্নাথ মন্দিরে ছুটলেন বরুণ, ওয়াশিংটনরা