কটক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs ENG 2nd ODI) ভারতীয় দলের সমর্থকদের অনেকের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। বিরাট কোহলি (Virat Kohli) কি দ্বিতীয় ওয়ান ডেতে খেলবেন? তিনি কি ফিট?
প্রথম ওয়ান ডেতে তিনি হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি কোহলি। কোহলির চোট যে খুব একটা গুরুতর নয়, তা আগেভাগেই জানিয়েছিলেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচের পর গিল বলেছিলেন, 'চিন্তার কোনও কারণ নেই, তেমন গুরুতর কিছু হয়নি। গতকাল অনুশীলনের সময় তো ওঁ ঠিকই ছিলেন। ম্যাচের দিন সকালে উঠে ও ওঁর হাঁটুতে হালকা ফোলাভাব দেখে এই যা। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে ওঁকে খেলতে দেখা যাবে।'
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও (Sitanshu Kotak) কোহলির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা গিলের সুরেই কথা বললেন। তিনি জানান, 'কোহলি ফিট। এখানে অনুশীলন করতে প্রস্তুত এবং মাঠে নামতেও তৈরি।' তবে কোহলি ফিরলে কি শ্রেয়স আইয়ারের কপাল পুড়বে? আইয়ার প্রথম ওয়ান ডেতে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
তবে তিনি নিজেই জানিয়েছিলেন কোহলি চোট পাওয়ায় তিনি সুযোগ পেয়েছিলেন। তাহলে কি দ্বিতীয় ওয়ান ডেতে শ্রেয়সের জায়গায়ই খেলবেন কোহলি? এ বিষয়ে অবশ্য় তিনি তেমন কিছু বলতে চাননি। 'এটা তো পুরোটাই অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত। আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।'
তবে কটকে কিন্তু কোহলির রেকর্ড খুব একটা ভাল নয়। বিশ্বজুড়ে একাধিক মাঠে খেলেছেন বিরাট। প্রচুর রেকর্ড গড়েছেন। প্রচুর রেকর্ড ভেঙেছেন। কিন্তু কটকের বারাবাটি স্টেডিয়ামে কোহলির ব্যাট একেবারেই চলেনি। চারটি ওয়ান ডে ম্যাচে এখানে খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু মাত্র ১১৮ রান করেছেন তিনি। গড় ৩০-রও নীচে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্য়াচে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। এখনও পর্যন্ত এই মাঠে কোনও সেঞ্চুরি করতে পারেননি কোহলি।
এমনিতেই বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর থেকে কোহলির ব্যাট শান্ত থেকেছে। এমনকী রঞ্জি ট্রফিতেও দিল্লির হয়ে মাঠে নেমে রান পাননি তিনি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি তাই কোহলির ফর্মে ফেরাটা টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কটকে কোহলি নিজের অতীতের রেকর্ড ভুলে ফর্মে ফেরেন কি না, সেটাই দেখার।
আরও পড়ুন: গলে ভেঙে গেল গিলক্রিস্টের রেকর্ড, অজ়ি হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন অ্যালেক্স ক্যারি