নয়াদিল্লি: ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জার পরেই আরেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচের উপরেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্য নির্ভরশীল। তবে সিরিজ়ের আগে টিম ইন্ডিয়ার মাথাব্য়থার বড় কারণ দলের দুই মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) অফফর্ম।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়ে কোহলি ৯৩ ও রোহিত ৯১ রান করেন। ঘরের মাঠে শেষ কবে দুই তারকা ক্রিকেটার এমন খারাপ পারফর্ম করেছিলেন, তা খুঁজে বের করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। ভারতের এমন ব্যাটিং দুর্দশা কাটাতে এবার দলের সঙ্গে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) যোগ করার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় কোচ ডব্লু ভি রমন (WV Raman)। বর্ডার-গাওস্কর ট্রফিতে সচিনকে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে দলের সাজঘরে আনার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে সচিনের ভারতীয় সাজঘরে থাকার ফলে কিন্তু বিরাট ও রোহিত দারুণভাবে উপকৃত হবেন।
রমন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'আমার মতে বর্ডার-গাওস্কর ট্রফির প্রস্তুতির জন্য ভারতীয় সাজঘরে সচিন তেন্ডুলকরের উপস্থিতি ভারতীয় দলের জন্য লাভদায়ক হবে। এখন থেকে দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রচুর সময় রয়েছে। আর আজকালকার যুগে পরামর্শদাতাদের সাহায্য নেওয়ার চল তো রয়েইছে। এই নিয়ে ভাবনাচিন্তা করা যায় না?'
প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা ভারতীয় দল পারথে পৌঁছে গিয়েছে। তবে বিরাট কোহলিরা সকলে গেলেও, কিন্তু রোহিত শর্মা এখনও দেশেই রয়েছেন। তাঁর দ্বিতীয় সন্তান জন্মানোর পরেই তিনি কবে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন, সেই বিষয়ে রোহিত সিদ্ধান্ত নেবেন বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রত্যাবর্তন ম্যাচেই শামির আগুনে বোলিংয়ে ছারখার মধ্যপ্রদেশ, বাংলাকে লিড এনে দিলেন তারকা বোলার