নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)? সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma)?
সামনেই বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি সারতে দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলতে পারেন কোহলি ও রোহিত। শীঘ্রই দলীপ ট্রফির জন্য দল নির্বাচন করবেন সিনিয়র জাতীয় নির্বাচকেরা। সেই দলে রাখা হতে পারেন কোহলি, রোহিতদের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সব ক্রিরেটারেরা দলী খেলুন, চায় ভারতীয় ক্রিকেট বোর্ডও। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। এবারের টুর্নামেন্ট খেলা হবে নতুন ফর্ম্যাটে।
শুধু কোহলি বা রোহিত নন, শোনা যাচ্ছে শুভমন গিল, কে এল রাহুল, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদেরও দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে। তবে যশপ্রীত বুমরাকে হয়তো দেখা যাবে না। তাঁর ওয়ার্ক লোড কমাতে আপাতত সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি ফাস্টবোলারকে। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ, পরের চার মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। যার মধ্যে ৫টি টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে। বাংলাদেশের বিরুদ্ধে স্পিন সহায়ক পিচে খেলা হতে পারে। তাই বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই খবর। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ফিরতে পারেন মহম্মদ শামি।
এবার আর জোনাল ফর্ম্যাটে নয়, দলীপ ট্রফির জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন চারটি দল বেছে নেবে - ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি ও ইন্ডিয়া ডি। দলীপ ট্রফি হওয়ার কথা ছিল অন্ধ্র প্রদেশের অনন্তপুরে। তবে বিমান পরিষেবা না থাকায় এবং তারকা ক্রিকেটারেরা খেলার মনস্থ করায় টুর্নামেন্টের একটা অংশ করা হতে পারে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ৬টি ম্যাচ খেলা হবে মোট। ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ ১৯ সেপ্টেম্বর। চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। দলীপ ট্রফির শুরুর দিকে কোহলি-রোহিতদের খেলা নিয়ে সমস্যা থাকবে না।
আরও পড়ুন: নীরজের সঙ্গে মেয়ের বিয়ের পাকা কথা সেরে ফেললেন মনু ভাকেরের মা? ভাইরাল ভিডিও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।