নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের কথা বললে একেবারে শীর্ষের সারিতে বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবে। কোহলির মাঠে নামা মানেই প্রত্যহ নতুন নতুন ইতিহাস গড়া। আর মাঠের সাফল্যে ভর করে মাঠের বাইরেও প্রতিনিয়ত নতুন ইতিহাস ভাঙছেন, গড়ছেন কোহলি। সেই ধারা অব্যাহত। 


সম্প্রতি তারকাদের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে এক রিপোর্ট সামনে আসে। সেই রিপোর্ট অনুযায়ী ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি পার করে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী কোহলির বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি। বর্তমান বিশ্বের আর কোন ক্রিকেটারের এত পরিমাণ সম্পত্তি নেই। জনপ্রিয়তার বিচারে বিরাটকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তাঁর এই জনপ্রিয়তার সুবাদেই বিজ্ঞাপন জগতেও কোহলি জনপ্রিয়তা তুঙ্গে। এর ছাড়া তিনি বিভিন্ন সংস্থা বিনিয়োগও করে থাকেন। এই সব মিলিয়েই তাঁর সম্পত্তিক পরিমাণ ১০০০ কোটির গণ্ডি পার করেছে। 


কোহলি সম্পত্তির পরিমাণের বিচারে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের পিছনে ফেলে দিয়েছন। বিরাট ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে রয়েছেন। সেখান থেকে তিনি বছরে সাত কোটি টাকা করে পান। এছাড়া টেস্ট ম্যাচপিছু ১৬ লক্ষ, ওয়ান ডেপিছু ৬ লক্ষ ও প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩ লক্ষ টাকা করে পান কোহলি। বিরাটের আইপিএল চুক্তি অনুযায়ী প্রতি মরশুমে তিনি ১৫ কোটি টাকা বেতন পান। এছাড়া একাধিক সংস্থায় বিনিয়োগ, প্রায় ২০টি সংস্থার হয়ে প্রচার করেন তিনি। খবর অনুযায়ী প্রতিটি সংস্থার থেকে বছরপিছু সাত থেকে ১০ কোটি টাকা করে পান তিনি। সব মিলিয়ে তাঁর এই প্রচার থেকে আয়ের পরিমাণ প্রায় ১৭৫ কোটি টাকা। 


সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই কোহলি ভীষণই জনপ্রিয়। ইনস্টাগ্রাম ফলোয়ারের বিচারে অ্যাথলিটদের মধ্যে কেবলমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিই তাঁর থেকে এগিয়ে রয়েছেন। ইনস্টায় কোনও কিছু পোস্ট করলে, সেই পোস্ট থেকে নাকি কোহলি ৮.৯ কোটি ও ট্যুইটারে পোস্ট করলে ২.৫ কোটি টাকা করে পান। বিরাট কোহলির দু'টো বাড়ি রয়েছে। তাঁর মুম্বইয়ের বাড়ির দাম ৩৪ কোটি টাকা। আর গুরুগ্রামের বাড়ির দাম আনুমানিক ৮০ কোটি টাকা। তাঁর একাধিক দামি গাড়িও রয়েছে। এছাড়া এফসি গোয়ার অন্যতম কর্ণধার তিনি। এই সব মিলিয়েই কোহলির সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি পার করেছে।  


আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?