ইনদওর: প্রথম ওয়ান ডেতে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। তবে ইনদওরে সুযোগ নষ্ট করলেন না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (IND vs NZ 3rd ODI) কেরিয়ারের ৫৪তম ওয়ান ডে শতরান হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। সিরিজ় নির্ণায়ক তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারত এবং পরাজয়ের মাঝে তিনি একাই দাঁড়িয়ে। ৯১ বলে শতরান পূরণ করেন 'কিং কোহলি'।
এদিন ভারতের সামনে নিউজ়িল্যান্ড জয়ের জন্য ৩৩৮ রানের লক্ষ্য রাখে। সিরিজ় নির্ণায়ক ম্যাচে টিম জয়ের জন্য যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হত, তা সকলেই জানতেন। তবে আশা ছিল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন নিজেদের দাপট দেখাবে। এই মাঠে রোহিত শর্মা থেকে শুভমন গিল, সকলের রেকর্ডই বেশ ঈর্ষণীয়। সেই কারণেই ইনদওরের হোলকার স্টেডিয়ামে ওয়ান ডেতে ভারতীয় দল অপ্রতিরোধ্য। সাতের মধ্যে সাতটি ম্যাচই জিতেছে ভারত।
তবে এমন পরিস্থিতিতে ভারতীয় দল শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। রোহিত শর্মা ১১ ও শুভমন গিল ২৩ রানে সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলও রান পাননি। এমন পরিস্থিতিতে ৭১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। তবে শুরু থেকেই আজ অনবদ্য ফর্মে দেখানো বিরাট কোহলি ক্রিজে উপস্থিত ছিলেন। নীতীশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে তিনিই পাল্টা লড়াইটা শুরু করেন। ৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন কোহলি।
এর পরে নীতীশ রেড্ডি অর্ধশতরান হাঁকিয়ে আউট হলেও, কোহলি একাই কুম্ভ হয়ে লড়াই চালান। তাঁকে সঙ্গ দেন হর্ষিত রানা। বিশ্বক্রিকেটে তিনি 'চেজ় মাস্টার' হিসাবে পরিচিত। কতই না ম্যাচ তিনি ভারতকে জিতিয়েছেন। ১৭৮ রানে ষষ্ঠ উইকেট হারানোর পরেও ভারতীয় সমর্থকরা আশা হারাননি একমাত্র কোহলির কারণেই। তিনি কাউকেই হতাশ করেননি। দেখতে দেখতেই কোহলি ৯১ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন। তাঁর ইনিংস সাজানো আটটি চার ও দুইটি ছক্কায়। এটি কিউয়িদের বিরুদ্ধে কোহলির সপ্তম ওয়ান ডে শতরান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এর থেকে বেশি শতরান করার কৃতিত্ব আর কারুর নেই।
'কিং কোহলি'-র ব্যাটে ভর করেই ভারতীয় দল কার্যত অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে। কোহলি কি ভারতীয় দলকে জেতাতে পারবেন, সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে।