নয়াদিল্লি: মাঝে কেটে গিয়েছে প্রায় ১৩ বছর। বিরাট কোহলিকে (Virat Kohli) শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলতে দেখা গিয়েছিল ২০১২ সালে। ফের দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্টে নামবেন কিংগ কোহলি। মঙ্গলবার থেকে প্র্যাক্টিসেও নেমে পড়ছেন কোহলি। দিল্লির কোচ শরণদীপ সিংহ (Sarandeep Singh) নিশ্চিত করেছেন যে, কোহলি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
শরণদীপ জানিয়েছেন, কোহলি আগেই জানিয়ে দিয়েছেন যে, তিনি দিল্লির পরের ম্যাচে খেলবেন। ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে দিল্লি। সেই ম্যাচে খেলবেন কোহলি।
দিল্লির হয়ে আগের ম্যাচেই খেলার কথা ছিল কোহলির। তবে ঘাড়ের ব্যথার জন্য সেই ম্যাচে খেলেননি তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের বিপর্যয়ের পরই ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য বোর্ডের চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারকে নির্দেশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফের গঙ্গোপাধ্যায় পরিবারে হ্যাকারদের হানা! সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন ডোনা
গত কয়েকদিন ধরেই কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে মুম্বইয়ে কোহলিকে দেখা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ ও অধুনা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে প্র্যাক্টিস করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন কোহলি। নাগপুরে ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ ৬ ফেব্রুয়ারি। রঞ্জি ট্রফির পরের ম্যাচ শেষ হবে ২ ফেব্রুয়ারি। রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলে তারপর জাতীয় শিবিরে যোগ দেবেন কোহলি।
কর্নাটক দলে রাহুল
বেঙ্গালুরুতে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির মরণ-বাঁচন ম্যাচে কর্নাটক দলে রাখা হল কে এল রাহুলকে। এলিট গ্রুপ সি-তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হরিয়ানা। তারা আগেই নক আউট নিশ্চিত করে ফেলেছে। নক আউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে কর্নাটককে। পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচে কনুইয়ের চোটের জন্য খেলেননি রাহুল। তবে হরিয়ানার বিরুদ্ধে তিনি খেলবেন। প্রায় পাঁচ বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন রাহুল।
সৌরাষ্ট্রের হয়ে খেলবেন জাডেজা
রাজকোটে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির পরের ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে খেলবেন রবীন্দ্র জাডেজা। দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে ১০ উইকেট নিয়ে সৌরাষ্ট্রকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: এখনও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে যেতে পারে বাংলা! কোন অঙ্কে?