নয়াদিল্লি: উৎসবের মরশুমে আপাতত ভারতীয় পুরুষ দলের কোনও ম্যাচ নেই। সেই ১১ জানুয়ারি শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। তবে আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও, রমরমিয়ে চলছে ঘরোয়া ক্রিকেটে। আর সেই ঘরোয়া ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। একাধিক মহাতারকা ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) খেলছেন।

Continues below advertisement

ইতিমধ্যেই টুর্নামেন্টের দুই ম্যাচ খেলে ফেলেছেন কোহলি। শুরু থেকে কোহলিরা, দুই ম্যাচ খেলবেন বলেই শোনা যাচ্ছিল। কোহলিদের বোর্ডের তরফে দুইটি করে ম্যাচ খেলতে বলা হয়েছে বলেই খবর। তবে এবার শোনা যাচ্ছে বিজয় হাজারে ট্রফিতে আরও ম্য়াচ খেলতে পারেন বিরাট কোহলি। সোমবার ডিডিসিএ সভাপতি রোহন জেটলি কোহলির বিজয় হাজারেতে আরও ম্যাচ খেলার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 'এখনও অবধি যা খবর তাতে ও খেলছে। বিরাট তিন ম্যাচের জন্য নিজেকে উপলব্ধ করেছে।'

বিজয় হাজারেতে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই রান পেয়েছেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নিজের বিজয় হাজারে কামব্যাক ম্য়াচে ১৩১ রান করেছিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসাবে ১৬ হাজার রানও করে ফেলেন বিরাট কোহলি। পরের ম্যাচে গুজরাতের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ঝাঁ চকচকে ৭৭ রানের ইনিংস আসে। দুই ম্যাচেই দিল্লি জয় পায়।

Continues below advertisement

এবার সব ঠিকঠাক থাকলে কোহলি দিল্লির হয়ে ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে খেলতে নামবেন। বিসিসিআইয়ের এক সূত্র জানান কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে ৮ জানুয়ারি গোটা ভারতীয় দল বঢোদরায় একত্রিত হবে। তবে বিরাট কোহলি দলের বাকি ক্রিকেটারদের থেকে এক, আধদিন পরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনকয়েক আগেও কোহলির ফর্ম, ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। তবে প্রথমে অস্ট্রেলিয়া এবং তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে কোহলি পারফর্ম করেছেন। তারপর বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলছে। এই দুরন্ত ফর্মের পরে ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে আর কোনও সংশয় নেই বলেই মনে করেন তারকা ক্রিকেটারের কোচ রাজকুমার শর্মা। কোহলির কোচ বলেছেন, 'ও দারুণ ফর্মে রয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে দিল্লির জয় নিশ্চিত করেছে। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে খেলছে। কিন্তু তাতেও ব্যতিক্রমীভাবে ভাল ব্যাটিং করছে। ভারতীয় দলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি।'