বিশাখাপত্তনম: একদা তাঁকে পুজোপাঠ নিয়ে প্রশ্ন করায় বিরাট কোহলি (Virat Kohli) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পুজো করা তো দূর, তাঁকে দেখেও পুজোপাঠ করা মানুষ বলে মনে হয় না। তবে তিনি পরবর্তীতে এও জানান যে অনুষ্কা শর্মা তাঁর জীবনে আসার পর অনেককিছুরই বদল ঘটেছে। এই বদলগুলির অন্যতম হল ধার্মিক কোহলি। সাম্প্রতিককালে কোহলিকে বিভিন্ন আশ্রম, ভজনকীর্তন শোয়ে দেখা গিয়েছিল। রবিবার তাঁকে দেখা গেলে সীমাচলম মন্দিরে।

Continues below advertisement

গতকালই বিশাখাপত্তনমে সিরিজ়ের শেষ ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দুই শতরান ও একটি হাফসেঞ্চুরিসহ সিরিজ়ে মোট ৩০২ রান করায় সিরিজ় সেরাও ঘোষণা করা হয় বিরাটকে। ঠিক তার পরের দিনই বিখ্যাত সীমাচলম মন্দিরে শ্রী বরাহ লক্ষ্মী নরাসিংহ স্বামীর কাছে পুজো দিলেন কোহলি। তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন সতীর্থ ওয়াশিংটন সুন্দরও। 

মন্দিরের আধিকারিকরা স্বাভাবিকভাবে দুই হাইপ্রোফাইল ক্রিকেটারের মন্দির দর্শন এবং পুজোর জন্য় বিশেষ বন্দোবস্ত করেছিলেন। মন্দিরের না না ঐতিহ্য মেনেই তাঁর নিজেদের প্রার্থনা সারেন। পরবর্তীতে মন্দিরের পুজোতেই অংশগ্রহণ করে পুরোহিতের থেকে আশীর্বাদও নেন। পুজোর পর বেদপাঠ করে তাঁদেরকে প্রসাদও দেওয়া হয়। পাশাপাশি প্রতিমার ফ্রেম করা ছবিও উপহারস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয়। মন্দির আধিকারিকরা জানান সব নিয়মনীতি মেনেই শান্তিতে কোহলি, সুন্দরের মন্দির দর্শন এবং পুজো দেওয়া সম্পন্ন হয়েছে।

Continues below advertisement

বিজয় হাজারেতে কোহলি

দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোহলি বর্তমানে কেবল ওয়ান ডেতেই খেলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ় শেষ। এরপর 'কিং'-কে কাদের বিরুদ্ধে, কবে আবার খেলতে দেখা যাবে সেই প্রশ্নই সকলের মনে ঘোরাফেরা করছে। কোহলিকে আসন্ন বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে না না জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ তাতে কার্যত সিলমোহর পড়ল। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি অরুণ জেটলির বক্তব্য ধরে পিটিআই এমনটাই রিপোর্টে জানাচ্ছে।

পিটিআইকে রোহন জেটলি জানান, 'ওঁ বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য নিজের সম্মতি দিয়েছেন। তবে কয়টা ম্যাচে ওঁ খেলবেন, সেটা এখনও নিশ্চিত নয়। ওঁর থাকাটা তো নিঃসন্দেহেই দিল্লি সাজঘরের জন্য দারুণ একটা উপলব্ধি হতে চলেছে।' প্রায় দেড় দশক পর আবারও বিজয় হাজারে ট্রফিতে খেলতে চলেছেন কোহলি