মুম্বই: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর থেকেই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাঠগড়ায় তোলা হচ্ছে। বিশেষ করে দলের ২ তারকা ক্রিকেটার অধিনায়র রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কােহলির অবসরের দাবি তুলছেন অনেকেই। ঘরোয়া মরশুমে একেবারেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি দুই ডানহাতি ব্যাটার। বিশেষ করে নিজেদের দেশের মাঠে ঘূর্ণি পিচে নাকানিচোবানি খেতে হয়েছে তাঁদের। বল হাতেও অশ্বিন-জাডেজার পারফরম্য়ান্সও এমন কিছু আহামরি ছিল না। চার সিনিয়র ক্রিকেটারের টেস্টে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। তবে কি পর্যাপ্ত ঘরোয়া ক্রিকেট না খেলার জন্যই এই ফল হল। সম্ভাবনা উসকে দিয়েছে এক বোর্ড সূত্র। জানানো হয়েছে, দলীপ ট্রফি খেলার জন্য বলা হয়েছে প্রত্যেক সিনিয়র ক্রিকেটারকে। কিন্তু তাঁরা নাকি রাজি হননি।


বোর্ড সূত্র জানিয়েছে, ''লাল বলের ফর্ম্য়াটে ঘরোয়া মরশুম শুরু সময়ই বাের্ড ভাবনা চিন্তা করেছিল যে যাতে ম্য়াচ প্র্যাক্টিসে কোনও অভাব না হয়, তার জন্যই প্রত্যেকে যে দলীপ ট্রফিতে অন্তত একটি করে ম্য়াচ খেলেন। কথা ছিল সেখানে রোহিত, বিরাটরাও খেলবেন। কিন্তু শেষ মুহূর্তে সিনিয়র প্লেয়াররা নাম তুলে নেয়। ওই পরিস্থিতিতেই বাংলাদেশের বিরুদ্ধে দুটো ম্য়াচের টেস্ট সিরিজে খেলতে নেমেছিল সবাই। সেখানেও বিরাট ও রোহিতের আহামরি কিছু পারফরম্য়ান্স ছিল না। এরপর কিউয়িদের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে তো একেবারে কঙ্কালশার ছবিটা পরিষ্কার হয়ে যায়। 


সূত্রের খবর, জাডেজা বাদে বাকি সিনিয়রদের মধ্যে রোহিত, বিরাট, অশ্বিন, বুমরারা কেউ দলীপ ট্রফিতে খেলতে চাননি। এরপরই জাডেজাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। উল্লেখ্য, দলীপ ট্রফিতে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, কে এল রাহুল ও ওয়াশিংটন সুন্দর খেলেছিলেন। প্রত্যেকেই একটি করে অন্তত ভাল ইনিংস খেলেছিলেন সিরিজে। কিন্তু বিরাট ও রোহিতের ব্য়াটে রান দেখা যায়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড সূত্র জানিয়েছেন, ''নিউজিল্যান্ড সিরিজের সময়ই অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছিল। আগামী ১০ নভেম্বর দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দেবে। এই পরিস্থিতিতে এখন কোনও কিছু বদল সম্ভব নয়। এই নিয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে না এখন। তবে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নিতে না পারে, তবে একটা বিষয় পরিষ্কার যে চারজন সিনিয়র ক্রিকেটার পাকাপাকিভাবে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পাবেন না। সেক্ষেত্রে হয়ত ঘরের মাঠে চার সিনিয়র ক্রিকেটার একসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলে ফেলেছেন।'' উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত।