বেঙ্গালুরু: ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবেই নিযুক্ত থাকছেন ভিভি এস লক্ষ্মণ (VVS Laxman)। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) প্রধান হিসেবেই বেশ কয়েক বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও বিভিন্ন সফরে দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। উল্লেখ্য়, ২০২১ সালের ডিসেম্বর মাসে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে প্রথমবার নিযুক্ত হয়েছিলেন লক্ষ্মণ। আসন্ন সেপ্টেম্বরেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এবার চুক্তির মেয়াদও বাড়তে চলেছে এই ডানহাতির। যদিও অফিশিয়ালি এখনও কিছু জানানো হয়নি। 


লক্ষ্মণের সঙ্গে এনসিএর কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন সাইরাজ বাহুতুলে, সিতাংশু কোটাক ও হৃষিকেশ কানিতকর। উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে লক্ষ্মণকে কোনও ফ্র্যাঞ্চাইজি আইপিএলে তাঁদের কোচ করার ভাবনা চিন্তা করছিল। কিন্তু লক্ষ্মণের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্রধান হিসেবে চুক্তির মেয়াদ বেড়ে যাওয়ায় এবার আইপিএলে কোচ হওয়া হচ্ছে না লক্ষ্মণের।


উল্লেখ্য, বেঙ্গালুরুতে আরও একটি নতুন ক্রিকেট অ্যাকাডেমি চালু হতে চলেছে। বিশ্বমানের প্রযুক্তি, সুবিধে থাকছে নতুন এই অ্যাকাডেমিতে। ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাব করে থাকেন। সেখানেই ম্য়াচ প্র্যাক্টিসও করে থাকেন প্লেয়াররা। তবে এবার থেকে ম্য়াচ খেলার সময় যদি বৃষ্টি হয়, তবুও অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। অনুশীলনও করতে পারবেন। এর জন্য একটি ইন্ডোর পিচের বন্দোবস্তও করা হয়েছে। 


২০২২ সালে তৎকালীন বোর্ড সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাসনের অধীনে নতুন অ্যাকাডেমি তৈরির কাজ শুরু হয়েছিল। বেঙ্গালুরু বিমানবন্দরের সামনেই এই নতুন অ্যাকাডেমি তৈরি হচ্ছিল।  ২ বছর পর প্রায় শেষের পথে অ্যাকাডেমির কাজ। সেখানে ৪৫টি আধুনিক মানের পিচ রয়েছে। এছাড়াও ইন্ডোর গ্রাউন্ড, অলিম্পিক্স সাইজের স্যুইমিং পুল থাকছে এই নতুন অ্যাকাডেমিতে। 



জয় শাহ নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে নতুন অ্যাকাডেমির ছবি পোস্ট করে লিখেছিলেন, ''আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাতে চাই যে বেঙ্গালুরুতে বোর্ডের যে নতুন অ্যাকাডেমির কাজ শুরু হয়েছিল, তা সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই তা উদ্বোধন করা হবে। তিনটি বিশ্বমানের মাঠ, ৪৫টি অনুশীলন পিচ রয়েছে। ইন্ডোর ক্রিকেট পিচ, অলিম্পিক্সের ধাঁচে সুইমিং পুল এছাড়া ক্রীড়া বিজ্ঞানের পরিষেবা থাকবে।''


আরও পড়ুন: ''বিনেশকে সোনাজয়ীর মত করেই বরণ করা হবে'', জানিয়ে দিলেন মহাবীর ফোগত