নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর মাসখানেক ছুটি কাটিয়ে ক্যারিবিয়ান সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ফর্ম্যাটের সিরিজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের বছরে ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচি। ১৩ অগাস্ট পর্যন্ত ক্যারিবিয়ানেই খেলবে ভারত। তারপরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) সিরিজ, এশিয়া কাপ, এশিয়ান কাপ, বিশ্বকাপ মিলিয়ে একের পর এক ম্যাচ। সেই কথা মাথা রেখেই সম্ভবত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বিশ্রাম দেওয়া হতে পারে।


খবর অনুযায়ী, আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে তুলনামূলক তারুণ্যে ভরা ভারতীয় দলকে খেলতে পাঠানো হবে। সেই সিরিজেই ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাতে পারেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। গত বছরও আইরিশদের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যয়ার নেতৃত্বাধীন দলের কোচিংয়ে দায়িত্ব ছিলেন লক্ষ্মণ। এবারেও তাঁকেই ফের একবার ভারতীয় ডাগ আউটে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে সীতাংশু কোটাক, হৃষিকেশ কণিতকরের মধ্যে একজনকে ওই সফরে ভারতীয় ব্যাটিং কোচ ও ট্রয় কুলি, সাইরাজ বাহুতুলের মধ্যে একজনকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। এশিয়ান গেমসেও হয়তো দ্বিতীয় সারির ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ।


এই সিরিজেই ভারতীয় দলে ফিরতে পারেন যশপ্রীত বুমরা। গত বছরের ২৫ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন বুমরা। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন বুমরা। পিঠের চোটের কারণে গত মার্চে তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হয়েছিল। তারপর থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন বুমরা। অনেকদিন ধরেই নেটে অল্প অল্প করে বোলিং করা শুরু করেছেন বুমরা। সদ্য আসা রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে নিয়মিত আট থেকে ১০ ওভার করে বল করছেন। 


এ বছরই ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই মেগা টুর্নামেন্টের আগে অবশ্য়ই বুমরাকে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে দেখার জন্য মুখিয় রয়েছেন সকলে। সেই উদ্দেশেই তাঁকে আয়ারল্যান্ডে সিরিজে সুযোগ দিয়ে তাঁর ফিটনেস ঝালিয়ে দেখা হতে পারে।সমর্থকদের স্বস্তি দিয়ে মঙ্গলবার নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট (Video Post) করেন তারকা ডানহাতি পেসার। সেই ভিডিওতে বুমরাকে বোলিং, ফিল্ডিং করতে দেখা যাচ্ছে, যা ভারতীয় অনুরাগীদের জন্য বেশ খুশির খবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার