নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই এশিয়া কাপের (Asia Cup 2023) সূচি ঘিরে টালবাহানা চলছিল। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধান সভাপতি জাকা আশরফ কাল, ১৯ জুলাই লাহোরে এশিয়া কাপের সূচি প্রকাশ করবেন। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৪৫টায় সূচি প্রকাশের অনুষ্ঠান শুরু হবে।
গত মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয় ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বরে পর্যন্ত এশিয়া কাপ আয়োজিত হবে। সমস্ত স্টেক হোল্ডাররা রাজি হওয়ার পর পিসিবির তরফে প্রস্তাবিত হাইব্রিড মডেলেই এই এশিয়া কাপ আয়োজিত হবে। তবে এতদিন সরকারিভাবে সূচি প্রকাশ করা হচ্ছিল না। পিসিবির তরফে আরও বেশি ম্যাচ পাকিস্তানে আয়োজনের দাবি করা হচ্ছিল। তবে খবর অনুযায়ী তেমনটা হচ্ছে না। ভারত-পাকিস্তানের দুইটি ম্যাচসহ নয়টি ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজিত হবে। সম্ভবত দাম্বুলায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুইটি ম্যাচই আয়োজিত হবে।
সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ এবং সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলি। এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলি হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের শুরুর ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ-সহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হবে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে।
আয়োজক দেশের স্বত্ত্ব ধরে রাখার জন্য পাকিস্তানের তরফেই এই হাইব্রিড মডেলের প্রস্তাব আনা হয়। পাকিস্তান নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির বিকল্প দিয়েছিল বটে, তবে এই মরসুমে অত্যাধিক গরমে মরুদেশে খেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কারণেই আমিরশাহির বিকল্প বাতিল করা হয় বলে খবর। এরপর বহু টালবাহানার পর অবশেষে নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার