প্যারিস: গতকাল সেমিফাইনালের লড়াইয়ে হারতে হয়েছিল ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। দুটো গেমেই এগিয়ে থেকেও শেষে স্ট্রেট গেমেই হারতে হয়। সোনা ও রুপো জয়ের সুযোগ মিস হলেও ব্রোঞ্জ জয়ের ম্য়াচে আজ নামবেন ভারতের তরুণ শাটলার। 


কাদের ম্যাচ?


আজ পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্য়াচে খেলতে নামবেন লক্ষ্য সেন ও লি জি জিয়া


কোথায় ম্যাচ?


লক্ষ্য ও লি জি জিয়ার ম্য়াচটি প্যারিস অলিম্পিক্সে হবে


কখন শুরু?


ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে ৬টায় 


কোথায় দেখবেন ম্যাচ?


সোনি স্পোর্টস 18 নেটওয়ার্কে খেলা হবে এই ম্য়াচটি


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


অনলাইনে জিও সিনেমায় খেলাটি দেখা যাবে


বিশ্বের ২২ নম্বর ব্য়াডমিন্টন তারকা লক্ষ্য সেন সেমিফাইনাল পর্যন্ত দারুণ পারফর্ম করেছিলেন। কোয়ার্টার ফাইনালে বিশ্বের ৪ নম্বর জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে জয় ছিনিয়ে নিয়েছিলেন লক্ষ্য। কিন্তু সেমিতে হেরে যেতে হয় তাঁকে। মুখােমুখি মহারণে লক্ষ্য সেন তাঁর মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী লি জি জিয়ার বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন। তার মধ্যে চারবার জয় ছিনিয়ে নিয়েছিলেন। শেষ বার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে চলতি বছর মুখোমুখি হয়েছিলেন দুজন। লক্ষ্য এক গেমে পিছিয়ে থেকেও শেষ ম্য়াচ জিতে নিয়েছিলেন। লি জি জিয়ার বিরুদ্ধে ম্যাচে ২০-২২, ২১-১৬, ২১-১৯ ব্যবধানে ম্য়াচ জিতে নিয়েছিলেন লক্ষ্য। 


২০-২২, ১৪-২১ স্কোরলাইনে হারতে হয়েছিল লক্ষ্য সেনকে সেমিফাইনালে। বিশ্বের দ্বিতীয় নম্বর পুরুষ সিঙ্গলস শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন লক্ষ্য। প্রথম গেমে তিন ম্যাচ গেম পয়েন্ট নষ্ট করেন লক্ষ্য। দ্বিতীয় গেমে ৭-০ এগিয়ে গিয়েও হারেন তিনি। ভারত কোনদিনও অলিম্পক্সে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জেতেনি। পিভি সিন্ধু ফাইনালে পৌঁছলেও, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। আশা ছিল লক্ষ্য এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবেন। অলিম্পিক্সে তাঁর এখনও পর্যন্ত দৌড়টাও যে তেমনই ছিল। গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল, সব ম্যাচই জেতেন ২২ বছর বয়সি শাটলার। স্বাভাবিকভাবেই তাঁর এহেন পারফরম্যান্স ভারতীয়দের প্রত্যাশা বাড়িয়ে তুলেছিল। কিন্তু পারলেন না সোনা বা রুপো জিততে। 


প্রথম গেমে তিন গেম পয়েন্ট পেয়েও নাগাড়ে পাঁচ পয়েন্ট হেরে গেম খোয়ান তিনি। দ্বিতীয় গেমে অনবদ্য় মেজাজে ছিলেন। মনে হচ্ছিল দুরন্ত কামব্যাক করতে চলেছেন তিনি। তবে অ্যাক্সেলসেন, লক্ষ্য সেনের বিরুদ্ধে প্রমাণ করলেন কেন তিনি স্বর্ণপদকজয়ী।