করাচি: ভারতকে হারিয়ে দিতে পারে পাকিস্তান টেস্ট ক্রিকেটে (Pakistan Test Cricket)। এমনটাই মনে করেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। একদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে যখন। তখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত টেস্ট সিরিজ জিতেছে পাক শিবির ২-১ ব্যবধানে। এই পরিস্থিতিতে যদি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামে শান মাসুদের দল, তাঁরা জয় ছিনিয়ে নিতে পারে বলেই মনে করছেন কিংবদন্তি প্রাক্তন পাক পেসার। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমানে ওয়ান ডে সিরিজ খেলছে পাকিস্তান। সেখানেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন এই মুহূর্তে আক্রম। কমেন্ট্রি প্যানেলে ছিলেন মাইকেল ভনও। তিনি আক্রমকে প্রশ্ন করেছিলেন যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হলে পাকিস্তান দল এখন কেমন পারফর্ম করবে? সেই প্রশ্নের উত্তরে আক্রম বলেন, ''এমনটা হলে তো দুর্দান্ত একটা বিষয় হবে। দু দেশের ক্রিকেট পাগল সমর্থকের জন্যও খুব ভাল হবে।'' এরপরই স্যুইয়ের সুলতান বলেন, ''পাকিস্তান ক্রিকেট দল এখন ভারতকে হারিয়ে দিতে পারে এই ধরণের ঘূর্ণি উইকেটেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে পাকিস্তানও হেসেখেলে হারিয়ে দেব।''


প্রায় ১৭ বছর আগে শেষবার ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ হয়েছিল। ২০০৭ সালে সেবার ৩ ম্য়াচের টেস্ট সিরিজ ভারত ১-০ ব্যবধানে জিতে নিয়েছিল। দিল্লিতে আয়োজিত প্রথম টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর কলকাতা ও বেঙ্গালুরু ম্য়াচ ড্র হয়েছিল। 


এদিকে, মেলবোর্নে আয়োজিত প্রথম ওয়ান ডে ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্য়াটিং করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ৪৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে বোর্ডে ২০৩ রান তুলতে পারে। পাকিস্তানের ২ ওফেনার শাফিক ও সঈম আয়ুব ভাল রান করতে পারেননি। এরপর প্রাক্তন অধিনায়ক বাবর ও বর্তমান অধিনায়ক রিজওয়ান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাবর ৪৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারির সাহায্যে। রিজওয়ান ৭১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে আর কোনও ব্যাটার রান পাননি। লোয়ার অর্ডারে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ মিলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করিয়ে দেন। জবাবে ৮৭ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় অস্ট্রেলিয়া।