কিংস্টোন  ওভাল: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড দল (England Cricket Team)। কিংস্টোন ওভালে পাঁচ ম্য়াচের সিরিজের দ্বিতীয় ম্য়াচে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন জস বাটলার (Jos Buttler)। আইপিএলের রিটেনশনের তালিকায় রাজস্থান শিবির তাঁকে রাখেনি। নিলামের টেবিলে ওঠার আগেই নিজের জাত আরও একবার চেনালেন তারকা ইংল্যান্ড ব্যাটার। ক্যারিবিয়ান বোলার গুদাকেস মোতির বলে ১১৫ মিটার পেল্লাই ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের দলকে ম্য়াচও জেতালেন। 


১৫৯ রান তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু ইনিংসের শুরুতেই শূন্য় রানে প্যাভিলিয়নে ফেরেন ফিল সল্ট। আকিল হোসেনের শিকার হয়ে ফেরেন তিনি। কিন্তু দ্বিতীয় উইকেটে জস বাটলার ও উইল জ্যাকসের ১২৯ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের জয় এনে দেয়। ইংল্যান্ড অধিনায়ক ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান বাটলার। উইল জ্যাকস ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্য়ান্ডের ব্য়াটার। ১১ বলে ২৩ রানের ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। ১৪.৫ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্য়ান্ড। গুদাকেস মোতির একটি বলে স্টেপ আপ করে দুর্দান্ত ছক্কা হাঁকান বাটলার। বলটি পুরো স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন তিনি।


 






ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৮ রান বোর্ডে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক রভমন পাওয়েল। রোমারিও শেফার্ড ২২ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটার সেভাবে রান পাননি। 


রাজস্থান তাঁকে রিটেন না করার পর সোশ্যাল মিডিয়ায় রাজস্থান রয়্যালসকে ট্যাগ করে একটি আবগঘন পোস্ট করেছিলেন বাটলার। সেখানে তিনি লিখেছিলেন, ''যদি এটাই শেষ হয় পথ চলার। তবে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের ও তার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের। সাতটা মরশুম দুর্দান্ত কেটেছে ওই ফ্র্য়াঞ্চাইজিতে। ২০১৮ সালে শুরুটা হয়েছিল। সে বছর ছিল আমার কেরিয়ারের সবচেয়ে সফল একটা বছর। এরপর থেকে পরের ৬ বছরে একাধিক স্মৃতি জড়িয়ে গোলাপি জার্সিতে। একাধিক স্মরণীয় ম্য়াচ খেলেছি, জিতেছি আমরা। আমাকে এবং আমার পরিবারকে খোলা মনে দু হাতে আপন করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আরও অনেক কিছু লিখতে পারতাম। তবে থাক...'' উল্লেখযোগ্যভাবে এই পোস্টের নীচে রয়্যালসের তরফে লেখা হয়েছে, ''জস, তুমি আমাদের পরিবারের সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে একজন হয়েই থাকবে। সারাজীবনের জন্য এই পরিবারের সদস্যই থাকবে।''