চেন্নাই: আর কিছুদিন পরেই আইপিএলের মেগা নিলাম পর্ব রয়েছে। অন্য দলগুলোর সঙ্গে চেন্নাই সুপার কিংসও তাঁদের প্লেয়ারদের নেওয়ার ছক কষা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতেই কানাঘুষাে শোনা যাচ্ছে যে মুম্বইয়ের এক ১৭ বছরের তরুণ ব্যাটারকে দলে নেওয়ার পরিকল্পনা করছে সিএসকে। তাঁর নাম আয়ুশ মাথ্রে। এত কম বয়সেই চলতি রঞ্জিতে মুম্বই দলের হয়ে খেলছেন আয়ুশ। তাঁর ব্যাটিং নাকি মুগ্ধ করেছে মহেন্দ্র সিংহ ধোনিকেও। সিএসকের ট্রায়ালে নাকি আয়ুশকে ডাকা হয়েছিল। সেখানেই ধোনির নজরে পড়ে গিয়েছিলেন এই ছেলেটি। ২০২৫ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে আয়ুশকে নেওয়ার বিষয়ে নাকি টিম ম্য়ানেজমেন্টের সঙ্গেও কথা বলেছিলেন এমএসডি।


২০২৪ সালের আইপিএলে সিএসকে আনক্যাপড প্লেয়ার হিসেবে সমীর রিজভিকে দলে নিয়েছিল ৮ কোটি ৪০ লক্ষ টাকায়। সিএসকে আয়ুশকে নিলে তিনিও ভাল দাম পেতে পারেন। রঞ্জিতে সুযোগ পেলেও আয়ুশ এখনও পর্যন্ত মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। ৯ ইনিংসে ৩২১ রান করেছেন ৩৬ গড়ে। ঝুলিতে রয়েছে ১ টি শতরান ও ১টি অর্ধশতরানও। তবে অদ্ভুতভাবে আয়ুশ এখনও পর্যন্ত একটিও টি-টোয়েন্টি ম্য়াচ খেলেননি কেরিয়ারে। এই পরিস্থিতিতে তাঁকে দলে যদি সিএসকে নেয় আইপিএলের মত মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে, তবে তা কিন্তু বড় চমক হতে পারে। 




আসন্ন মেগা নিলামে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি দর কষাকষি হতে পারে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে থাকলেও, সেই নেতৃত্ব নিয়েই মন কষাকষি এবং তার জেরেই পন্থ রিটেন করা হয়নি বলে খবর। পন্থের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই নিয়ে জল্পনা, কল্পনা চলছেই। শোনা যাচ্ছিল সিএসকে নাকি তাঁর জন্য ঝাঁপাতে পারে। তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগও করেছে নাকি তাঁরা। মহেন্দ্র সিংহ ধোনি যে নিজের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, তা বলাই বাহুল্য। তাই অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের মতো হয়তো সিএসকেতেও ধোনির উত্তরসূরি হতে চলেছেন পন্থ। তবে এমনটা হওয়ার সম্ভাবনা যে ভীষণ কম, তা সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তিনি জানান যে সিএসকের দখলে বেশি টাকা নেই, তাই পন্থের মতো বড় তারকাদের জন্য ঝাঁপানো হলুদ ব্রিগেডের পক্ষে কার্যত অসম্ভব।