ব্রিসবেন: দীর্ঘদিন ধরেই তাঁর ব্যাটে রানের খরা। প্রবল সমালোচনারও শিকার হচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অবশ্য ব্যাট হাতেই সমালোচনার জবাব দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। হাঁকিয়েছিলেন দুরন্ত সেঞ্চুরি। তবে অ্যাডিলেডে ফের ব্যর্থতা। অবশ্য তিনি রান পান বা না পান, লাইমলাইট যে সবসময় বিরাট কোহলির ওপরে থাকে, তা বলাই বাহুল্য। ব্রিসবেনে তৃতীয় টেস্টেও এর অন্যথা হওয়ার কোনও সম্ভাবনা নেই। ঘটনাক্রমে এই ম্যাচেই আরও এক রেকর্ড নিজের নামে করতে পারেন 'কিং কোহলি'।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাট কোহলি মাত্র দুই রান করলেই রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন। রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ৩৮.৬৭ গড়ে ২১৬৬ রান করেছিলেন। বর্তমানে অজ়িদের বিরুদ্ধে টেস্টে কোহলির সংগ্রহ ৪৮ ইনিংসে ৪৭.০৬ গড়ে ২১৬৫ রান। অর্থাৎ আর মাত্র দুই রান করলেই টেস্টে অজ়িদের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের মোট রানের রেকর্ড পেরিয়ে যাবেন বিরাট। তবে ব্রিসবেন যে কোহলির থেকে ভারতীয় দলের সমর্থকরা আরও অনেক বেশি রানের আশা করবেন, তা বলাই বাহুল্য। 


বিরাটের পাশাপাশি দলের আরেক সিনিয়র ক্রিকেটার রোহিতের ফর্ম নিয়েও সমালোচনা হয়। দুই ইনিংসেই রোহিত ব্যর্থ হন। রোহিত অ্যাডিলেডে ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারেই ব্যাট করেন। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। যা পূর্বাভাস মিলছে ব্রিসবেনে কিন্তু সেই ছবি বদলাতে পারে। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।


রোহিত কিন্তু দ্বিতীয় টেস্টের আগে নতুন বলে ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করেননি। তাই গাব্বায় তাঁকে নতুন বলের বিরুদ্ধে অনুশীলন করতে দেখে আন্দাজ করা হচ্ছে যে হয়তো তৃতীয় টেস্টে নিজের পছন্দের ব্যাটিং জায়গাতেই ফিরবেন তিনি। অবশ্য এই বিষয়েও ভিন্ন লোকের ভিন্ন মত রয়েছে। তাই এখনই নিশ্চিতভাবে রোহিতের ওপেনিংয়ে প্রত্যাবর্তন সম্পর্কে বলা যাবে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে