ব্রিসবেন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেননি তিনি। দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে যোগ দেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে অ্যাডিলেডে খেললেও ওপেনিংয়ের জায়গাটা কেএল রাহুলের জন্য ছেড়ে দেন রোহিত। তিনি মিডল অর্ডারে ব্যাট করেন। তবে তাতে সাফল্য আসেনি। গোলাপি বলের টেস্টে দুই ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে তিন ও ছয় রান। এমন পরিস্থিতিতে ব্রিসবেনে তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) ফের একবার সিরিজ়ে লিড নিতে মরিয়া ভারতীয় দলের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে রোহিতকে। 

শনিবার, ১৬ ডিসেম্বর থেকে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট শুরু হবে। ইতিমধ্যেই ভারতীয় দল ব্রিসবেন পৌঁছে গিয়েছে। অনুশীলনও শুরু করে দিয়েছে সেখানে। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

রোহিত কিন্তু দ্বিতীয় টেস্টের আগে নতুন বলে ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করেননি। তাই গাব্বায় তাঁকে নতুন বলের বিরুদ্ধে অনুশীলন করতে দেখে আন্দাজ করা হচ্ছে যে হয়তো তৃতীয় টেস্টে নিজের পছন্দের ব্যাটিং জায়গাতেই ফিরবেন তিনি। অবশ্য এই বিষয়েও ভিন্ন লোকের ভিন্ন মত রয়েছে। তাই এখনই নিশ্চিতভাবে রোহিতের ওপেনিংয়ে প্রত্যাবর্তন সম্পর্কে বলা যাবে না।

প্রসঙ্গত, তৃতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের উদ্বেগ কমিয়ে অনুশীলনে ফিরেছেন দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর পেশিতে হালকা চোট ছিল বলে শোনা যাচ্ছিল। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শেষের পর রোহিতসহ ভারতীয় দলের প্রায় সব তারকাই অনুশীলন করেন। কিন্তু সেই নেট সেশনে বুমরাকে দেখা যায়নি। তারপর থেকেই আরও জল্পনা শুরু হয়। তবে অনুশীলনে বুমরাকে বল করতে দেখে নিঃসন্দেহে অনেক ভারতীয় সমর্থকরাই হাফ ছেড়ে বাঁচবেন।

তবে ব্রিসবেনের আবহাওয়া কিন্তু অশনি সঙ্কেত দিচ্ছে। ব্রিসবেনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ম্যাচের জন্য নির্ধারিত পাঁচদিনেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে মন্দের ভাল একটাই যে বৃষ্টির জন্য ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও, খুব ভারি বৃষ্টি বা ঝড়ের পূর্বাাভাস আপাতত নেই। ম্যাচ চলাকালীন সর্বাধিক তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, হাড্ডাহাড্ডি ম্যাচের আশাও কিন্তু সমর্থকরা করতেই পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে