নয়াদিল্লি: দিনকয়েক আগেই কানপুরে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষ হয়েছে। সেই ম্যাচের পরেই বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohl) একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে বাংলা ভাষায় কথা বলতে দেখা গিয়েছে।


অনেকেই জানেন না হয়তো, বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদি হাসানের যুগ্মভাবে ক্রিকেট সরঞ্জামের একটি ব্যবসাও আছে। সেই কোম্পানির ব্যাটেই এবার খেলে দেখলেন স্বয়ং বিরাট কোহলিও। সেই ব্যাটকে দিলেন দরাজ সার্টিফিকেটও। মেহেদি হাসানের থেকে কানপুর টেস্টের পরে ব্যাট উপহার পান বিরাট। সেই প্রসঙ্গে মেহেদি জানান বিরাটের তাঁদের কোমাপ্নির ব্যাট বেশ পছন্দ হয়েছে। তিনি বলেন, 'আমাদের কোম্পানির একটা ব্যাট বিরাট ভাইকে দেওয়ার খুব ইচ্ছা ছিল। সেটা পেয়ে বিরাট ভাই অনেক খুশিও হয়েছে এবং খেলেছেও।'


এরপরেই ভাইরাল ভিডিওতে মিরাজের ব্যাটে প্রশংসা করে বিরাটকে বলতে শোনা যায়, 'খুব ভাল আছে। খুব ভাল ব্যাট। তোমাদের অনেক শুভেচ্ছা রইল। ভাল মানের ব্যাট বানাচ্ছ তোমারা এবং এইভাবে ক্রিকেটারদের ভাল গুণমানের সরঞ্জাম সরবরাহ করতে থাক।' তবে কোহলি একা নন, ভারতীয় দলের আরেক মহাতারকা তথা অধিনায়ক রোহিত শর্মাকেও একটি ব্যাট উপহার দিয়েছিলেন মিরাজ। বাংলাদেশের তারকা ক্রিকেটারের ব্যবসার উন্নতির জন্য রোহিতও তাঁকে অনেক শুভেচ্ছা জানান।


 






তবে ব্যাট উপহার দেওয়ার বিষয়টা কিন্তু এক তরফা নয়। বিরাট কোহলিও কিন্তু কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে নিজের সই করা এক বিশেষ ব্যাট উপহার দেন বিরাট। দুইজনকে ম্যাচ শেষে আড্ডাও দিতে দেখা যায়। শাকিবের বাংলাদেশ জার্সিতেই এটাই শেষ ম্যাচ হতে পারে বলে অনেকের ধারণা। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও, বাংলাদেশে যা পরিস্থিতি তাতে তেমনটা নাও হতে পারে বলে শাকিব নিজেই জানেন। সেক্ষেত্রে বিরাটের উপহার তাঁর শেষ ম্যাচকে স্মরণীয়ই করে রাখবে বলে ধরাই যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এক চোট সারতে না সারতেই ফের আহত শামি! জল্পনা নিয়ে মুখ খুললেন তারকা ফাস্ট বোলার