বার্বাডোজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলেও এখন আর খেলেন না। কিন্তু বিদেশের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও খেলছেন কায়রন পোলার্ডকে (Kieron Pollard)। এবার সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগ ইন্টারন্য়াশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) খেলার ফাঁকেই নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যারবিয়ান তারকা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক নজির গড়লেন পোলার্ড। তালিকায় তাঁর আগে শুধু রয়েছেন ক্রিস গেল।
ম্য়াচ চলছিল এমআই এমিরেটস বনাম ডেসার্ট ভাইপার্সের। সেই ম্য়াচেই এমআইয়ের হয়ে খেলতে নেমে ২৩ বল ঝোড়ো ৩৬ রানের ইনিংস খেলেন পোলার্ড। এই ইনিংস খেলার ফাঁকেই তিনটি ছক্কা হাঁকান পোলার্ড। তার সঙ্গে সঙ্গেই সেই এলিট লিস্টে যোগ দেন পোলার্ড। এমআইয়ের ইনিংসের ১৯ তম ওভারে লকি ফার্গুসনকে ছক্কা হাঁকান পোলার্ড। যা তাঁর কেরিয়ারে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৯০০ তম ছক্কা। এর আগে বিশ্ব ক্রিকেটে একমাত্র ক্রিস গেল রয়েছেন যিনি এর থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন। ৯০০ ছক্কার ক্লাবে গেল ও পোলার্ড ছাড়া আর কোনও ব্যাটার নেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। ৪৫৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ক্রিস গেল ১০৫৬টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে কায়রন পোলার্ড ৬১৩টি টি-টোয়েন্টি ইনিংস খেলে এখনও পর্যন্ত ৯০১টি ছক্কা হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পোলার্ড এখনও পর্যন্ত মোট ৬৯০ ম্য়াচ খেলে ১৩,৪২৯ রান করেছেন।
কিছুদিন আগেই এই টুর্নামেন্টে রশিদ খানের মত বিশ্বমানের লেগস্পিনারকে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায়ও দেখা গিয়েছে তাঁকে। সেই ইংল্যান্ডেই বর্তমানে দ্য হান্ড্রেডে (The Hundred) প্রতিনিধিত্ব করছেন পোলার্ড। তবে কোচ নয়, সাদার্ন ব্রেভের খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সাদার্ন ব্রেভ বনাম ট্রেন্ট রকেটের একটি ম্যাচেই তিনি রশিদ খানের পরপর পাঁচ বল বাউন্ডারির বাইরে ফেলেন। পোলার্ডের পাঁচ ছক্কার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। বিশেষত রশিদ খানের মতো বোলারের বিরুদ্ধে তাঁর এই দুরন্ত হিটিংয়ে সকলেই তাজ্জব। ১৪ বল খেলে মাত্র ছয় রানে ব্যাট করছিলেন পোলার্ড। কিন্তু তার পরেই ছক্কার ফোয়ার ছোটে তাঁর ব্যাট থেকে। রশিদের সেই ওভারে প্রথম ছয়টি মিড উইকেট, তার পরের দুইটি লং অফের ওপর দিয়ে , চতুর্থ বলে ফের মিড উইকেট এবং পঞ্চম বলে আবারও লং অফের ওপর দিয়ে রশিদকে ছক্কা হাঁকান পোলার্ড।