সেন্ট কিটস: মাঠে ফের বেইজ্জত হতে হল বাংলাদেশকে (Bangladesh Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচেও পরাজয় হজম করতে হল বাংলাদেশকে। ৩২১ রানের বড় পুঁজি নিয়েও তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে হারতে হল বাংলাদেশকে। সিরিজে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।


অভিষেক ম্যাচ খেলতে নামা আমির জাঙ্গু অপরাজিত ১০৪ রানের ইনিংস খেললেন l তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।


সেন্ট কিটসে বৃহস্পতিবার ৩২২ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ বল বাকি থাকতে। জাঙ্গু-র অপরাজিত সেঞ্চুরি ছাড়াও ক্যারিবিয়ানদের হয়ে ৯৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেসি কার্টি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন। তবে তাতে ম্যাচের রং পাল্টায়নি।


টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে। ৮৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াধ। ৭৭ রান করেন মেহেদি হাসান মিরাজ। ৭৩ রান করেন সৌম্য সরকার। এছাড়া ৬২ রানে অপরাজিত ছিলেন জাকের আলি অনীক। ক্যারিবিয়ানদের পক্ষে ৪৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ।


প্রথম ওয়ান ডে ম্যাচে ২৯৪ রান তুলে বাংলাদেশ হেরেছিল ৫ উইকেটে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভসের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে। মেহেদি হাসান মিরাজরা হেরেছিলেন ১৪ বল বাকি থাকতে। বৃহস্পতিবার তৃতীয় ওয়ান ডে-তে বাংলাদেশ হেরেছে কিসি কার্টি, আমির জাঙ্গু ও গুডাকেশ মোতির ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে।


৫ উইকেটে ৩২১ রান তোলার পরেও বাংলাদেশ ম্যাচ হেরেছে ২৪ বল বাকি থাকতে, ৪ উইকেটে। এত বেশি রান করার পরও এভাবে ম্যাচ হারতে হবে, বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে-তে এটি কোনও দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। এর আগে ২০১৪ সালের এশিয়া কাপে মীরপুরে বাংলাদেশের ৩২৭ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে গিয়েছিল পাকিস্তান।


সেন্ট কিটসে ম্যাচের শেষে মিরাজ বলেছেন, '৩২১ রান করার পরেও হেরে যাওয়াটা হতাশাজনক। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, এই ম্যাচটা আমরা হারতে পারি। সত্যি বলতে কী, ২০ ওভারের মধ্যে আমরা ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়েছিলাম। কিন্তু পরে ওরা ১৫০ রানের একটি পার্টনারশিপ গড়ল। আমরা উইকেট নিতে পারিনি। ওদের রান তোলার গতি আটকাতে পারিনি।'


আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।