নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে শনিবার। দীর্ঘ ২ বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে যদিও খেলছিলেন শিখর ধবন (Shikhar Dhawan)। কিন্তু দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন যে আর হয়ত জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন না। তাই এবার পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ধবন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছিলেন বাঁহাতি তারকা ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক ধরে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া ধবনকে 'মিস্টার আইসিসি' বলেও ডাকা হয়। কিন্তু কেন জানেন?
দিল্লির ছেলে ধবন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে প্রায় আড়াইশোর বেশি ম্য়াচ খেলেছেন। মোট ১০,৮৬৭ রান ঝুলিতে পুরেছেন বাঁহাতি তারকা ওপেনার। ধবনের ব্যাট ভারতের জার্সিতে বারবার জ্বলে উঠেছে আইসিসি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই ভারতের ত্রাতা হয়ে উঠেছেন বারবার ধবন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। মোট ৩৬৩ রান করেছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্য়াচে মোট ৪১২ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সেই টুর্নামেন্টেও ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও ৩৩৮ রান করেছিলেন ধবন।
আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্য়ান্সের জন্যই ধবনকে 'মিস্টার আইসিসি' বলে সম্বোধন করা হয়। ক্রিকেটের জগতে ঠিক যেমন প্রাক্তন বাঁহাতি অজি ব্যাটার মাইক হাসিকে 'মিস্টার ক্রিকেট' বলে সম্বোধন করা হয়। সুরেশ রায়নার আইপিএলে ধারাবাহিক ফর্মের জন্য তাঁকে 'মিস্টার আইপিএল' বলে সম্বোধন করা হয়।