মুম্বই: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পরিবারে সুখবর! 'হিটম্যান'র পরিবারে আসতে চলেছে নতুন সদস্য? দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন রোহিত শর্মা ও রীতিকা সাজদে (Ritika Sajdeh)?  


ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আপাতত নিজের শহর মুম্বইয়ে। ৪৩ দিনের লম্বা বিরতি রয়েছে ভারতীয় দলের। সেই সুযোগে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছেন রোহিত। এর ফাঁকেই দিনকয়েক আগে, ২১ অগাস্ট, বুধবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুম্বইয়ে উপস্থিত হয়েছিলেন রোহিত শর্মা। মুম্বইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে তাঁর স্ত্রী রীতিকাও ভারতীয় অধিনায়ক রোহিতের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সম্ভবত সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরই এক ভিডিও ভাইরাল হয়েছে, যার পর থেকেই রোহিত-রীতিকার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ নিয়ে চর্চা শুরু হয়েছে।


 






 


ভিডিওটিতে রীতিকাকে দেখে অনেকেই মনে করছেন তিনি অন্তঃসত্ত্বা। অন্তত সোশ্যাল মিডিয়ার গুঞ্জন অনুযায়ী রীতিকার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। রীতিকা ও রোহিত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রথমবার সন্তানের বাবা, মা হন। সামাইরা নামে এক ফুটফুটে মেয়ে রয়েছে দুইজনের। এবার সামাইরার ভাই বা বোন আসতে চলেছে বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এবিপি লাইভ এই খবরের সত্য, মিথ্যা যাচাই করেনি। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় জল্পনার পর্যায়ে।


প্রসঙ্গত, রোহিত ও রীতিকা ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন। রোহিতের ম্যানেজারও ছিলেন রীতিকা। একটা বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় আলাপ হয় দু'জনের। রীতিকা তখন চাকরি করতেন একটি স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায়। রোহিতের ম্যানেজার হওয়ার সুবাদে একসঙ্গে অনেক সময় কাটানোর সুযোগ পান এবং রোহিত-রীতিকার বন্ধুত্বও হয় বেশ গাঢ়। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। দুইজনের ছয় বছর ধরে প্রেম চলে।


এরপর বিয়ে। মুম্বইয়ের বোরিভালি স্পোর্টস ক্লাব, যেখানে মাত্র ১১ বছর বয়সে যে ক্লাবে খেলা শুরু করেন রোহিত, সেখানেই রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন রোহিত। ১৩ ডিসেম্বর মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত-রীতিকা। বর্তমানে মুম্বইয়ের ওরলির বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন ভারতীয় অধিনায়ক ও তাঁর স্ত্রী। সেখানে নতুন সদস্য আসেন কি না, সেটাই দেখার।



















আরও পড়ুন:গব্বরের অবসর, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধবন