ত্রিনিদাদ: টি-২০ ক্রিকেটে কেন তাদের অন্যতম শক্তিশালী দেশ বলা হয়, ফের একবার তা দেখিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার (WI vs SA) বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে টানা তিনটি টি-২০ সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। 


ত্রিনিদাদের তাড়োবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে ১৭৯ রানের পুঁজি হাতে নিয়ে ৩০ রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে একটা সময় ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১২৯/৩। কিন্তু পরের ৩৫ বলে মাত্র ২০ রানে বাকি সাত উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ম্যাচও হেরে যায়। ১৯.৪ ওভারে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস। ৩০ রানে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিলেন ক্যারিবিয়ানরা।


ওয়েস্ট ইন্ডিজ় বোলারদের মধ্যে আকিল হোসেন (Akeal Hosein) এবং গুদাকেশ মোতি (Gudakesh Motie) প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএলে নজর কাড়া ট্রিস্টান স্টাবস ও ডোনোভান ফেরেইরাকে তুলে নেন তাঁরা। শেষ কাজটা সম্পন্ন করেন রোমারিও শেফার্ড ও শামার জোসেফ। শেফার্ড চার ওভারে ১৫ রানে তিন উইকেট তুলে নেন। জোসেফ ৩১ রানে নেন ৩ উইকেট। এটাই তাঁর টি-২০ কেরিয়ারের সেরা বোলিং।       


 






এই মাঠেই আগের ম্যাচে ১৭৫ রান তাড়া করে জয় এসেছিল। ওয়েস্ট ইন্ডিজও যেন জানত যে, ১৭৯ রান দারুণ কিছু স্কোর নয়। ১০ ওভারে ১০০ তুলে দিয়ে তাদের চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ১০ থেকে ১৪ ওভারের মধ্যে একটিমাত্র বাউন্ডারি হজম করে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই পাল্টা চাপ তৈরি করার শুরু।                       


আরও পড়ুন: ঘরের মাঠই চেনে না, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে তুলোধনা আফ্রিদির