দাম্বুলা: মহাদেশের সেরা হওয়ার হাতছানি। আর সেই লড়াইয়েই মাঠে নামতে চলেছে ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। মহিলাদের এশিয়া কাপের ফাইনালে (Women's Asia Cup 2024 Final) হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কখন, কোথায়, কী ভাবে দেখবেন সেই ম্যাচ?


কাদের ম্যাচ?


মহিলাদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা


কোথায় ম্যাচ?


ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ হবে দাম্বুলায়


কখন শুরু?


ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ৩টায়, টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ২.৩০ টায়  


কোথায় দেখবেন ম্যাচ?


স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং


 






পিচ ও পরিস্থিতি


শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেমিফাইনালের দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে রবিবার ম্যাচের সময় দাম্বুলার আকাশ একেবারে পরিস্কার থাকার পূর্বাভাস। অর্থাৎ গোটা ৪০ ওভারের ম্যাচ কিন্তু আমরা দেখতে পারি। ম্যাচের সময়টা কিন্তু  আদ্রর্তা ভীষণ পরিমাণে থাকার সম্ভাবনা। আর পিচের দিকে তাকিয়ে যতটা যা বোঝা যাচ্ছে, তাতে প্রবল রানের অর্থাৎ হাইস্কোরিং ম্যাচের সম্ভাবনা রয়েছে।


হেড-টু-হেড


ভারত ও শ্রীলঙ্কা বিশ ওভারের ফর্ম্যাটে ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে কিন্তু ভারতেরই পাল্লা ভারি। ওমেন ইন ব্লু দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ১৯টি ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কা জিতেছে চারটি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়। শেষ পাঁচ ম্যাচের মধ্যেও মাত্র একটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। নিজেদের ঘরের মাঠেও দ্বীপরাষ্ট্রের রেকর্ড ভারতের বিরুদ্ধে হতাশাজনকই। ঘরের মাঠেও নয় ম্যাচের সাতটিতেই হারতে হয়েছে লঙ্কান দলকে।


এশিয়া কাপ ফাইনালের ভেন্যুতেও কিন্তু দুই দল মুখোমুখি হয়েছে। দাম্বুলায় ভারতীয় দলের দুইটি জয়ের তুলনায় শ্রীলঙ্কা একটি ম্যাচ জিতেছে। তবে বড় টুর্নামেন্টের ফাইনালে যে পূর্ব রেকর্ডের কোনও গুরুত্ব নেই, তা সকলেরই জানা। এবার দেখার ৪০ ওভারের লড়াইয়ের পর শেষ হাসি কোন দল হাসে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কথা রাখলেন, বিরাট-কৃতিত্বেও ভাগ বসালেন, জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শুরুর পর কী বললেন অধিনায়ক সূর্য?