মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) চার দিন খেলা হয়ে গিয়েছে, তবে এখনও কোন দল ম্যাচ জিতবে, তা সুনিশ্চিত নয়। মেলবোর্নে সোমবার এক হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে যেখানে তিনটি ফলাফলই সম্ভব। তবে ম্যাচের ফলাফলের ওপর যে পরিবেশ এবং পিচেরও বড় প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য।


এর আগে মেলবোর্নে খারাপ আলোর জন্য একাধিকবার ম্যাচ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। শেষ দিনেও কি এমনটা হবে? ম্যাচের পঞ্চম দিনেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বটে। তবে ম্যাচের সময় কিন্তু কোনওরকম বৃষ্টির পূর্বাভাস নেই। খেলার সময় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। সুতরাং, গোটা দিন কোনওরকম বাধা ছাড়া খেলা হওয়ার আশা করা যেতেই পারে। এক হাড্ডাহাড্ডি দিনের অপেক্ষায় রয়েছে মেলবোর্ন তথা গোটা ক্রিকেটবিশ্ব। ম্যাচের পর শেষ হাসি, কারা হাসেন, এখন সেটাই দেখার বিষয়। 


নম্রতায় মন জিতলেন নীতীশের বাবা


ব্যাট হাতে ছেলের দৌরাত্ম্যের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এবার বাবার নম্রতাও দেখলেন ক্রিকেটপ্রেমীরা। বক্সিং ডে টেস্টে নীতীশ কুমার রেড্ডির শতরানের পর তাঁর বাবা মুত্যালা রেড্ডিসহ নীতীশের মা, বোনও তাঁর সঙ্গে টিম হোটেলে সাক্ষাৎ করেন। পরিবারের আবেগঘন রিইউনিয়ানের ভিডিও এখন ভাইরাল। নীতীশের বাবা মুত্যালা (Mutyala Reddy) সুনীল গাওস্করদের সঙ্গে দেখা করারও সুযোগ পান। তারপর তিনি যা করলেন, তা সকলেরই মন জিতে নিতে বাধ্য।


মুত্যালা ধারাভাষ্যকারদের বক্সে সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রীর সঙ্গে দেখা করেন। রেড্ডি পরিবারের সঙ্গে দেখা হওয়ার পরেই সর্বপ্রথম সকলকে শুভেচ্ছাবার্তা দেন গাওস্কর। তিনি জানিয়ে দেন তাঁদের জন্যই দেশ একটা নতুন হীরে পেয়েছে। তবে শুধু দেখা করাই নয়, গাওস্করের পাও ছুঁয়ে তাঁকে প্রণাম করেন নীতীশের বাবা। প্রথমে ভারতীয় কিংবদন্তি কিঞ্চিৎ ইতস্তত করলেও, নীতীশের বাবা একেবারে নতমস্তক হয়ে তাঁর পা ছুঁয়েই তাঁকে প্রণাম করেন। এরপর মুত্যালার সঙ্গে আবেগঘন গাওস্কর বেশ খানিকক্ষণ কথাও বলেন। গোটা ভিডিওটি এখন ভাইরাল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পিচ ও পরিবেশের গুরুত্ব অপরিশীম, মেলবোর্নে পঞ্চম দিনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে পারবে ভারত?