Womens Asia Cup Semifinal LIVE: ৯ ওভার বাকি থাকতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

India-W vs BAN-W Asia Cup Semi final live updates: শুক্রবার ডাম্বুলায় এশিয়া কাপের (Womens Asia Cup) সেমিফাইনালে বাংলাদেশকে একপেশেভাবে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা।

ABP Ananda Last Updated: 26 Jul 2024 04:27 PM
IND W vs BAN W Live: ১০ উইকেটে বাংলাদেশকে হারাল ভারত

স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরি। ৩৯ বলে করলেন অপরাজিত ৫৫ রান। শেফালি বর্মা ২৮ বলে ২৬ রানে অপরাজিত। ১১ ওভারে ৮৩ রান তুলে ফেলল ভারত। কোনও উইকেট না হারিয়ে। ১০ উইকেটে বাংলাদেশকে হারাল ভারত।

IND W vs BAN W Live: ৯ ওভারের শেষে ভারতেরক স্কোর ৬৫/০

৯ ওভারের শেষে ভারতেরক স্কোর ৬৫/০। ম্যাচ জিততে ১১ ওভারে আর মাত্র ১৬ রান চাই ভারতের।

IND W vs BAN W Live: ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩৩/০

ভাল শুরু ভারতের দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানার। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩৩/০।

IND W vs BAN W Live: প্রথমে ব্যাট করে মাত্র ৮০/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ

রাধা যাদবের শেষ ওভারে ২ উইকেট। প্রথমে ব্যাট করে মাত্র ৮০/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ।

IND W vs BAN W Live: ১৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫৩/৬

১৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫৩/৬। দাপট ভারতীয় বোলারদের।

IND W vs BAN W Live: ১৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪৪/৬

রাবেয়া খানকে (১) ফেরালেন পূজা বস্ত্রকার। দীপ্তি শর্মার বলে স্টাম্পড ঋতু মণি (৫)। ১৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪৪/৬।

IND W vs BAN W Live: ১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩২/৪

ভয়ঙ্কর রেণুকা সিংহ। মুর্শিদা খাতুন (৪ রান) ও ইশমা তাঞ্জিম (৮)-কে তুলে নিলেন। রাধা যাদব ফেরালেন রুমানা আমেদকে (১)। ১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩২/৪।

IND W vs BAN W Live: ২ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৬/১

পূজা বস্ত্রকারের ওভারে উঠল ৯ রান। ২ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৬/১।

IND W vs BAN W Live: প্রথম ওভারেই উইকেট রেণুকার

রেণুকা সিংহের প্রথম ওভারেই বড় ছক্কা দিলারার। পরের বলেই তাঁকে ফেরালেন রেণুকা। ১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭/১।

IND W vs BAN W Live: ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ


এশিয়া কাপের সেমিফাইনালে টসে জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ।


IND W vs BAN W Live: মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

দুই দল এখনও পর্যন্ত ২২টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৯টি ম্যাচে জিতেছে ভারত। ৩টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে এগিয়ে থেকেই নামবে ভারত।

প্রেক্ষাপট

ডাম্বুলা: গত বছর এই শ্রীলঙ্কার মাটিতেই এশিয়া কাপে (Asia Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় পুরুষ দল। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কেরিয়ারে সেটাই ছিল প্রথম কোনও বড় ট্রফি। ফের সেই শ্রীলঙ্কার মাটিতেই এশিয়া কাপে (Asia Cup 2024) ট্রফি জয়ের সম্ভাবনা তৈরি করেছে ভারত। এবার ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। বাংলাদেশকে একপেশেভাবে হারাল ভারত।


শুক্রবার ডাম্বুলায় এশিয়া কাপের (Womens Asia Cup) সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। যে ম্য়াচে ভারতকেই ফেভারিট বলে বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে চমক দিতে পারে বাংলাদেশ (ind vs BAN)।


শেফালি বর্মা, স্মৃতি মান্ধানারা যে রকম দুরন্ত ছন্দে রয়েছেন তাতে ভারতের দিকেই পাল্লা ভারি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫৮ রান করেছেন শেফালি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার তিনি। তাঁর ও স্মৃতির ওপরই ভারতকে ভাল শুরু দেওয়ার দায়িত্ব রয়েছে। 


টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়, সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৮ রানে হারানোর পাশাপাশি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৮২ রানে চূর্ণ করেছেন হরমনপ্রীত কৌররা। যদিও সেমিফাইনাল ও ফাইনাল বড় ম্যাচ।গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে একমাত্র পাকিস্তানই ছিল শক্তিশালী প্রতিপক্ষ। বাকি দুই ম্যাচেই ভারতের লড়াই খাতায় কলমে ছিল অনেকটাই সহজ। বাংলাদেশ কিন্তু সংযুক্ত আরব আমিরশাহি বা নেপালের চেয়ে প্রতিপক্ষ হিসাবে কঠিন হবে, ভালই জানে ভারতীয় শিবির। বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলিং আক্রমণ সমীহ করার মতোই। বাঁহাতি স্পিনার লাহিদা আখতার ও লেগস্পিনার রাবেয়া খান দুজনই ছন্দে রয়েছেন, টুর্নামেন্টে ৫টি করে উইকেট পেয়েছেন। নাহিদা ওভার প্রতি মাত্র ৩.২৫ রান করে খরচ করছেন। রাবেয়া উইকেটের জন্য ঝাঁপাচ্ছেন। ভারতের লড়াই তাই সহজ হবে না বলেই ধারণা সকলের।


উইকেটের মধ্যে রয়েছেন দুই মিডিয়াম পেসার জাহানারা আলম ও ঋতু মণি। তবে শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ় সমৃদ্ধ ভারতের ব্যাটিং গভীরতা যে কোনও দলের বোলিং আক্রমণের কাছে ত্রাস হয়ে উঠতে পারে। সঙ্গে অলরাউন্ডার দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার বড় শট খেলতে পারেন। দুই দল এখনও পর্যন্ত ২২টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৯টি ম্যাচে জিতেছে ভারত। ৩টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে এগিয়ে থেকেই নামবে ভারত।


আরও পড়ুন: দুরন্ত ছন্দে ধীরাজ, মহিলাদের পর অলিম্পিক্স তিরন্দাজির কোয়ার্টারে ভারতের পুরুষ দলও






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.