মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-অস্ট্রলিয়া দ্বৈরথ। আগামীকাল ৩০ অক্টোবর মহিলা ওয়ান ডে বিশ্বকাপের সেমিতে দু দল ফের আমনে সামনে হতে চলেছে। গ্রুপের লড়াইয়ে ভারত এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল। সেই ম্য়াচে অস্ট্রেলিয়া একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। ৩৩১ রান তাড়া করতে নেমে অ্য়ালিসা হিলির সেঞ্চুরির ওপর নির্ভর করে ম্য়াচ জিতে যায় অজি শিবির। নবি মুম্বইয়ের মাঠে আগামীকালের মহারণের আগে এক নজরে দেখে নেওয়া যাক ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথের ইতিহাস ও খুঁটিনাটি----

Continues below advertisement

এখনও পর্যন্ত মহিলা ওয়ান ডে ক্রিকেটে ৬০ ম্যাচে দু দল আমনে সামনে হয়েছে। তার মধ্য়ে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৪৯টি ম্য়াচে হারতে হয়েছে তাদের। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন কিংবদন্তি মিতালি রাজ দলের মধ্যে সর্বাধিক রান করেছেন। ৩৭ ম্য়াচে ১১২৩ রান করেছেন তিনি। ২০১৭ সালের বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫ বলে অপরাজিত ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত। সেটিই এখনও পর্যন্ত দু দলের মুখোমুখি মহারণে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস কারও। সর্বাধিক ৪টি শতরান করেছেন স্মৃতি মন্ধানা। সবচেয়ে বেশি ৯টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন মিতালি রাজ। সর্বাধিক ১৭টি ছক্কা হাঁকিয়েছেন স্মৃতি মন্ধানা। বোলার হিসেবে ঝুলন গোস্বামী সর্বাধিক ৩০ উইকেট নিয়েছেন ৩৩ ম্য়াচে খেলে।দুটো দলের প্লেয়ারদের মধ্যে একমাত্র দীপ্তি শর্মাই একবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন।

Continues below advertisement

এদিকে, মহিলা ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন স্মৃতিমন্ধানা।বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যন্ডের বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। যা তাঁর রেটিং পয়েন্ট ৮২৮ এ পৌঁছে দিয়েছেঅস্ট্রেলিয়ার অ্য়াশলে গার্ডনার, যিনি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, তাঁর থেকে প্রায় ১০০ রেটিং পয়েন্ট এগিয়ে রয়েছে স্মৃতি। গার্ডনারের রেটিং ৭৩১। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ছয়ধাপ এগিয়েছেন অজি তারকা।

গত সেপ্টেম্বরে প্লেয়ার অফ দ্য মন্থের পুরস্কারও জিতেছিলেন স্মৃতি মন্ধানাঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নিজের ব্যক্তিগত পারফরম্য়ান্স উজ্জল ছিল বাঁহাতি ওপেনারেরবিশ্বকাপেও নজর কেড়েছেন। স্মৃতি ছাড়া সবচেয়ে বেশি ক্রমতালিকায় উন্নতি করেছেন প্রতিকা রাওয়াল। চোটের জন্য চলতি বিশ্বকাপে আর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না এই ওপেনারকে। কিন্তু প্রথমবার ক্রমতালিকায় ত্রিশের ভেতরে ঢুকে পড়লেন প্রতীকা। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ২৭ নম্বর স্থানে রয়েছেন প্রতিকা