মুম্বই: মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (Women's ODI World Cup) শুরু হচ্ছে ৩০শে সেপ্টেম্বর থেকে। ২ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ৮টি দলের মধ্যে টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে, যার সম্পূর্ণ সময়সূচি প্রকাশিত।
প্রথম থেকেই সকলের কৌতূহল ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে-কোথায় হয় তা জানার জন্য। কারণ, অপারেশন সিঁদুরের পর এই প্রথম ক্রিকেট মাঠে দুই চিরপ্রতিপক্ষের সাক্ষাৎ হবে।
মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। সেই ম্য়াচে দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। হাইব্রিড মডেলে হতে চলা এই টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দল তাদের সব ম্যাচ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলবে।
আয়োজিক ভারতের সঙ্গে বিশ্বকাপে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা রয়েছে। ফর্ম্যাটের কথা বললে, গ্রুপ পর্বের পরে নক আউট স্টেজে ২টি সেমিফাইনাল হবে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে-কোথায়?
ভারত এবং পাকিস্তানের মধ্যে মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি হবে ৫ অক্টোবর। ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত আর প্রেমদাসা স্টেডিয়ামে।
বিশ্বকাপে ভারতীয় দলের ক্রীড়াসূচি
- ৩০ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা - বেঙ্গালুরু- দুপুর ৩টে
- ৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান - কলম্বো- দুপুর ৩টে
- ৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- ১২ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- ১৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড- ইনদওর- দুপুর ৩টে
- ২৩ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড- গুয়াহাটি- দুপুর ৩টে
- ২৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ- বেঙ্গালুরু- দুপুর ৩টে
মহিলা ওডিআই বিশ্বকাপ ২০২৫-এর সম্পূর্ণ সময়সূচি
- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা- বেঙ্গালুরু- দুপুর ৩টে
- বুধবার, ১ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড- ইনদওর- দুপুর ৩টে
- বৃহস্পতিবার, ২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান- কলম্বো- দুপুর ৩টে
- শুক্রবার, ৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা- বেঙ্গালুরু- দুপুর ৩টে
- শনিবার, ৪ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা- কলম্বো- দুপুর ৩টে
- রবিবার, ৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান- কলম্বো- দুপুর ৩টে
- সোমবার, ৬ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা- ইনদওর- দুপুর ৩টে
- মঙ্গলবার, ৭ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- গুয়াহাটি- দুপুর ৩টে
- বুধবার, ৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান- কলম্বো- দুপুর ৩টে
- বৃহস্পতিবার, ৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- শুক্রবার, ১০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- শনিবার, ১১ অক্টোবর: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা- গুয়াহাটি- দুপুর ৩টে
- রবিবার, ১২ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- সোমবার, ১৩ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- মঙ্গলবার, ১৪ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা- কলম্বো- দুপুর ৩টে
- বুধবার, ১৫ অক্টোবর: ইংল্যান্ড বনাম পাকিস্তান- কলম্বো- দুপুর ৩টে
- বৃহস্পতিবার, ১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ- বিশাখাপত্তনম- দুপুর ৩টে
- শুক্রবার, ১৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা- কলম্বো- দুপুর ৩টে
- শনিবার, ১৮ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান- কলম্বো- দুপুর ৩টে
- রবিবার, ১৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড- ইনদওর- দুপুর ৩টে
- সোমবার, ২০ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- কলম্বো- দুপুর ৩টে
- মঙ্গলবার, ২১ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান- কলম্বো—দুপুর ৩টে
- বুধবার, ২২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড- ইনদওর- দুপুর ৩টে
- বৃহস্পতিবার, ২৩ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড- গুয়াহাটি- দুপুর ৩টে
- শুক্রবার, ২৪ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা- কলম্বো- দুপুর ৩টে
- শনিবার, ২৫ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা- ইনদওর- দুপুর ৩টে
- রবিবার, ২৬ অক্টোবর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড- গুয়াহাটি- বেলা ১১টা
- রবিবার, ২৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ- বেঙ্গালুরু- দুপুর ৩টে
- বুধবার, ২৯ অক্টোবর: সেমিফাইনাল ১- গুয়াহাটি/কলম্বো- দুপুর ৩টে
- বৃহস্পতিবার, ৩০ অক্টোবর: সেমিফাইনাল ২- বেঙ্গালুরু- দুপুর ৩টে
- রবিবার, ২ নভেম্বর: ফাইনাল- কলম্বো/বেঙ্গালুরু- দুপুর ৩টে
যদি পাকিস্তান ফাইনালে পৌঁছয়?
যদি পাকিস্তান মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয়, তাহলে ২৯শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলা প্রথম সেমিফাইনাল ম্যাচটি কলম্বোতে খেলা হবে, এবং যদি জিতে ফাইনালে পৌঁছয়, তাহলে ফাইনালও সেখানেই হবে। যদি পাকিস্তান সেমিফাইনালে না পৌঁছায়, তাহলে প্রথম সেমিফাইনাল গুয়াহাটিতে এবং ফাইনাল বেঙ্গালুরুতে হবে।