মুম্বই: আপিএলের নিলাম হয়ে গিয়েছে। সৌদি আরবের জেড্ডায় আয়োজিত হয়েছিল এবারের নিলাম পর্ব। এবার উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premier League 2025) নিলামের দিন ঘোষণা করল বিসিসিআই। আগামী ১৫ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। ১২০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে সেদিন। 


নিলামে যে সব প্লেয়ারদের নাম উঠবে, তাঁদের মধ্য়ে ৯১জন ভারতীয় মহিলা ক্রিকেটার রয়েছেন। ২৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এছাড়া ৩ জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার রয়েছেন। মোট ৮২ জন আনক্যাপড ভারতীয় ও ৮ জন আনক্যাপড বিদেশি প্লেয়ার এই তালিকায় রয়েছেন। মোট ১৯টি স্লটের জন্য মিনি নিলামে লড়াই হবে। গুজরাত টাইটান্সের কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে। তাঁদের কাছে ৪.৪ কোটি টাকা রয়েছে। তাঁদের চারজন প্লেয়ারকে দলে নিতে হবে মিনি নিলাম থেকে। সেখানে ২ জন বিদেশি ও ২ জন ভারতীয় প্লেয়ারের জায়গা রয়েছে। 


ইউপি ওয়ারিয়র্সের তিনটি জায়গা খালি রয়েছে। একজন বিদেশিকে তাঁরা নিতে পারবে দলে। এছাড়া বাকি তিনটি দল মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও চারটি করে জায়গা খালি রয়েছে। আরসিবির কাছে বিদেশি প্লেয়ার নেওয়ার কোনও জায়গা খালি নেই। যাঁরা যাঁরা নজর কাড়বেন আসন্ন মেগা নিলামে তাঁদের মধ্যে রয়েছেন স্নেহ রানা। তাঁর বেস প্রাইস ৩০ লক্ষ। ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিনও রয়েছেন তালিকায়। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।






কয়েক মাস আগেই দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে দিল্লি ক্যাপিটালসের মহিলাদের দলের ডিরেক্টর হিসাবে দায়িত্বে থাকবেন সৌরভই। ডব্লিউপিএল দেখাশোনা করার ভার থাকবে সৌরভের ওপর। পাশাপাশি এসএ টি-২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বও সামলাবেন সৌরভ। ঘটনা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের মালিকানায় কিছু বদল ঘটছে। গত কয়েক বছরে জেএসডব্লিউ গ্রুপ ও পার্থ জিন্দল দিল্লি ক্যাপিটালসের সর্বেসর্বা ছিলেন। সৌরভের নিয়োগও হয়েছিল পার্থর হাত ধরেই। কিন্তু সেই জেএসডব্লিউ গ্রুপ পরের ২ বছরের জন্য আর দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের দায়িত্বে থাকছে না। পরিবর্তে জিএমআর নিচ্ছে পুরুষ দলের দায়িত্ব। বৃহস্পতিবারই নতুন কোচিং টিম ঘোষণা করে দিয়েছে জিএমআর। তারা ডিরেক্টর অফ ক্রিকেট করে এনেছে প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাওকে। দলের প্রধান কোচ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে।