মুম্বই: ফের ভারতের মাটিতে বসছে মহিলাদের টেস্ট ক্রিকেটের আসর। আবারও ঘরের মাঠে লাল বলের ক্রিকেট খেলতে দেখা যাবে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের। গত বছর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। এবার স্মৃতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (IND-W vs SA-W)।
আজ মঙ্গলবার, ১৪ মে বিসিসিাইয়ের তরফে মান্ধাদের এই টেস্ট ম্যাচ খেলার কথা এক বিবৃতিতে জানানো হয়। ২৮ জুন চেন্নাইয়ের চিপকে সেই টেস্ট ম্যাচটি আয়োজিত হবে। তবে শুধু টেস্ট নয় প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ফর্ম্যাটের সিরিজ়ই খেলবে বলে জানানো হয়েছে। ভারতীয় দল একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বলে জানানো হয়েছে।
১৬ জুন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের শুরুটা হবে বেঙ্গালুরুতে। ১৬ জুন, ১৯ জুন এবং ২৩ জুন, তিনটি ৫০ ওভারের ম্যাচই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচগুলি ২০২২ থেকে ২০২৫ সালের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এরপর আয়োজিত হবে একমাত্র টেস্ট। গত বছর লাল বলের ফর্ম্যাটে দুই ম্যাচই জিতেছিল ভারত। এবার জয়ের হ্যাটট্রিক করা সুযোগ মান্ধানাদের সামনে। টেস্ট ম্যাচের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচই ওই একই মাঠে অর্থাৎ চিপকে খেলবেন হরমনপ্রীতরা। ৫ জুলাই, ৭ জুলাই এবং ৯ জুলাই এই তিন বিশ ওভারের ম্যাচ আয়োজিত হবে।
মোট সাত ম্যাচের এই তিন ফর্ম্যাটের সিরিজ় আয়োজনের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা। বোর্ড প্রেসিডেন্ট এলেভেনর বিরুদ্ধে সেই ম্যাচ ১৩ জুন বেঙ্গালুরুতে খেলা হবে। ওয়ান ডে ম্যাচগুলি দুপুর ১.৩০, টেস্টটি সকাল ৯.৩০টা এবং টি-টোয়েন্টি ম্যাচগুলি সন্ধে সাতটা থেকে আরম্ভ হবে।
সদ্যই বিশ ওভারের সিরিজ়ে ওপার বাংলার দলকে ৫-০ হারিয়েছে টিম ইন্ডিয়া। তাই প্রবল আত্মবিশ্বাস সঙ্গে করে নিয়েই যে এই ম্যাচগুলি খেলবে ভারতীয় দলের মহিলা ক্রিকেটাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সম্পর্কের উন্নতি! দিল্লি ম্যাচের আগে সঞ্জীব গোয়েঙ্কা-কেএল রাহুলের আলিঙ্গনের ছবি ভাইরাল