মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premier Leaugue) প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গুজরাত টাইটান্সের (Gujrat titans) বিরুদ্ধে এদিনের ম্যাচে ৫৫ রানে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের দল। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১০৭ রানে শেষ হয়ে গেল গুজরাত টাইটান্সের ইনিংস।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় গুজরাত টাইটান্স। সোফিয়া ডাঙ্কলে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সাব্বিনেনি মেঘনা ও হরলীন দেওল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন। কিন্তু ২ জনের কেউই বড় রান করতে পারেননি। সাব্বিনেনি ১৬ ও হরলীন ২২ রান করে আউট হন। ক্যাপ্টেন স্নেহ রানা ২০ রান করেন। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। মুম্বই বোলারদের মধ্যে ন্যাট স্ক্রিভার ও হিলি ম্যাথিউজ ২ জনেই ৩টি করে উইকেট নেন। এই নিয়ে টানা ৫টি ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স।
উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব্যাট হাতে রান পেলেন মুম্বইয়ের ক্য়াপ্টেন হরমনপ্রীত কৌর। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নেয়। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত ক্যাপ্টেন স্নেহ রানা।
প্রথমে ব্য়াট করতে এসে খাতা খোলার আগেই ফিরে যান হিলি ম্যাথিউজ। তবে অপর ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ও ন্যাট স্ক্রিভার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ইয়াস্তিকা ৪৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরে যান। ন্যাটও ৩৬ রান করেন। এরপর যদিও মিডল অর্ডারে নেমে হরমনপ্রীত দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩০ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হরমনপ্রীত। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। গুজরাত টাইটান্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার। ১টি করে উইকেট পান কিন গার্থ, স্নেহ রানা ও তনুজা কানওয়ার।