মুম্বই: তখন উঠতি প্রতিভা হিসাবে দেখা হচ্ছিল তাঁকে। মুম্বইয়ের ধারাভি বস্তির মেয়ে সিমরন শেখ (Simran Shaikh) যে প্রতিশ্রুতিমান ক্রিকেটার, মেনে নিতে শুরু করেছিলেন সকলে। আর তখনই তাঁর বাবা জাহিদ আলিকে প্রতিবেশীরা বলেন, মেয়ে তো ছেলেদের সঙ্গে খেলে বেড়াচ্ছে। আটকাও ওকে!
রবিবার রাতে এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে সিমরনের ঘুপচি ঘরের বাইরে সেদিনের সেই মানুষগুলোই ভিড় জমিয়েছিলেন, যাঁরা একসময় ছেলেদের সঙ্গে দস্যি মেয়েকে ক্রিকেট খেলতে দেখে ভ্রু কুঁচকেছিলেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি জাহিদকে অভিনন্দন জানাতে হাজির সকলে।
রবিবারের পর জীবন বদলে যেতে চলেছে সিমরন, জাহিদদের। কারণ, বেঙ্গালুরুতে আয়োজিত ডব্লিউপিএলের মিনি নিলামে ১ কোটি ৯০ লক্ষ টাকায় সিমরনকে কিনে নিয়েছে গুজরাত জায়ান্টস (Gujarat Giants)।
সিমরন নিজেও উচ্ছ্বসিত। মহিলাদের সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট খেলতে সিমরন এখন আমদাবাদে। মুম্বই রাজ্য দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেছেন, 'আমি আনন্দ বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না। গতকাল রাত পর্যন্ত ভাবছিলাম দল পেলে হয়। নিলামে গুজরাত জায়ান্টস আমাকে কেনার পর থেকে অবিরাম ফোন পেয়ে চলেছি। একটা সময় ক্রিকেট খেলার সাধারণ সরঞ্জাম কিনতে সমস্যায় পড়তাম। তবে আজ যা কিছু পেয়েছি, সবই ক্রিকেট থেকে। আমি তাই আগের চেয়েও বেশি করে পরিশ্রম করব।'
ডব্লিউপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় সিমরন এখন দু'নম্বরে। কাশভি গৌতমকে গত মরশুমে ২ কোটি টাকায় কিনেছিল গুজরাত জায়ান্টস । তার পরেই দুইয়ে রয়েছেন সিমরন। লোকের কথা তাঁর বাবা কানে তুললে হয়তো তাঁর ক্রিকেট খেলাই বন্ধ হয়ে যেত ।
সিমরন বলছেন, 'গরিব মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় আমার পক্ষে ক্রিকেট খেলাটা সহজ ছিল না । আমার মনে আছে লোকজন বাবাকে বলত, জাহিদ,. কী করছিস ? এখন তো ওর বাড়ির কাজ শেখার বয়স । খেলাধুলো করে কিছুই হবে না। তবে আমার বাবা ওদের কথা শোনেনি। আমাকে খেলা বন্ধ করতে বলেনি । আজ সেই সমস্ত লোকেরাই আমাকে অভিনন্দন জানাতে আসছে ।'