কলকাতা: রঞ্জিতে (Ranjit Trophy) গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলা দল। এই মরশুমে এটাই সম্ভবত বাংলার শেষ রঞ্জি ম্যাচ হতে চলেছে। খুব বড় অঘটন না ঘটলে বাংলার পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সম্ভাবনা কার্যত নেই। তাই ক্রিকেটের নন্দন কাননেই সম্ভবত শেষ হতে চলেছে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) কেরিয়ার। মরশুম শুরুতেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এটাই তাঁর শেষ রঞ্জি মরশুম হতে চলেছে। সেইমতো হয়তো পাঞ্জাব ম্যাচ দিয়েই ইতি টানছেন কিংবদন্তি কিপার-ব্যাটার।
পাঞ্জাব ম্যাচ শুরুর আগে তাই স্বাভাবিকভাবেই ঋদ্ধিমানের জন্য শুভেচ্ছার ঢল নেমেছে। তাঁকে এই ম্যাচের আগে এক বর্ণময় কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলার আরেক ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিয় পাপালির উদ্দেশে সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এক দুরন্ত কেরিয়ারের জন্য ঋদ্ধিমান সাহাকে অনেক অনেক অভিনন্দন। ও কেরিয়ারে যা যা লাভ করেছে, তার জন্য ওর গর্ব হওয়া উচিত। বাংলার হয়ে ওর শেষ ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
ম্যাচের আগে বঙ্গ ক্রিকেট সংস্থার তরফেও প্রাক্তন ভারতীয় কিপার-ব্যাটারকে সংবর্ধনা দেওয়া হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে বৃহস্পতিবার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) ঋদ্ধিমানের হাতে পুষ্পস্তবক তুলে দেন। তাঁর গলায় শালও উত্তরীয় হিসাবে দেন। সিএবি সভাপতি বাংলার তারকা ক্রিকেটারকে সম্মান জানিয়ে বলেন, 'একটা দারুণ এবং অনুপ্রেরণামূলক কেরিয়ার শেষ হতে চলেছে। ২০০৭ সালে অভিষেক ঘটানোর পর এতদিন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা সত্যিই অসাধারণ। ওকে অনেক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য় অনেক শুভেচ্ছা রইল।'
ঋদ্ধিমানের হাতে ম্যাচের আগে গোটা বাংলা দল সই করা একটি জার্সিও উপহার হিসাবে তুলে দেয়। ঋদ্ধির শেষ ম্যাচে তাঁর স্ত্রী, বাবা, মা, গোটা পরিবারেরই উপস্থিত থাকার কথা ছিল। তবে দুর্ভাগ্যবশত ঋদ্ধির মা আসতে পারছেন না। ঋদ্ধিমান বললেন, 'পড়ে গিয়ে চোট পেয়েছে মা। তাই আসা হচ্ছে না ইডেনে। বাবা সম্ভবত থাকবে মাঠে।' জীবন কতটা পাল্টাবে? ময়দানের প্রিয় পাপালি বলছেন, 'ব্যস্ততা কমবে কোথায়, বেড়ে যাবে। খেলা থাকলে যে কোনও কাজ ছেড়ে আসতেই হবে। তবে খেলা ছাড়ার পর সময় কাটানোর জন্য, উপার্জনের জন্য কিছু করতে হবে।'
শেষ ম্যাচে কী লক্ষ্য রাখছেন? ঋদ্ধিমানের কথায়, 'দল জিতুক চাইব। আর দলের হয়ে ব্যাট হাতেও অবদান রাখতে চাইব।' জয় দিয়ে ঋদ্ধি কেরিয়ারের শেষটা করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: চাপ সামলাতে পারছেন না 'ক্যাপ্টেন কুল'ও! ভাইরাল ধোনির নতুন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রোমো