নয়াদিল্লি: আর দিন দুইয়ের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final 2023)। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ফাইনালে ভারতের তুরুপের তাস হতে পারেন দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল (Shubman Gill)। সদ্য সমাপ্ত আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমন। তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান তো করেনই, পাশাপাশি টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন। তবে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলাররা সঠিক লাইন, লেংথে বল করলে কিন্তু শুভমন গিলকে বিপাকে পড়তে হবে বলেই মনে করছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেল (Greg Chappell)।


বাড়তি গতিতে চাপ


ভারতের প্রাক্তন কোচ গ্রেগের মতে মিচেল স্টার্করা শুভমনকে বেশ চাপেই ফেলবেন। তিনি বলেন, 'গিল এর আগে ইংল্যান্ডে খেললেও, অস্ট্রেলিয়ান বোলাররা ভাল বল করলে বাকিদের মতো ও ইংলিশ পরিবেশে চাপে পড়বে। মিচেল স্টার্কের মতো বাড়তি গতি যে সব বোলারদের রয়েছে, তারা ওকে সমস্যায় ফেলবে। বাড়তি গতি যে কোনও ভাল ব্যাটারকেই সমস্যায় ফেলে। জস হ্য়াজেলউড না খেললে (স্কট) বোল্যান্ড খেলবে এবং ওর মধ্যেও কিন্তু ব্য়াটারদের চাপে ফেলার সমস্ত দক্ষতা রয়েছে। ও জানে ইংল্যান্ডে ব্যাটারদের সমস্যায় ফেলতে হলে কোন লাইন, লেংথে বল করতে হবে।'


অবশ্য শুভমনের দক্ষতার প্রশংসাও করেন চ্যাপেল। 'আমি গিলের খেলা কিছুটা অস্ট্রেলিয়া-ভারতের সিরিজের সময় দেখেছিলাম এবং অবশ্যই টিভিতেও দেখেছি। ওকে দেখে বেশ ভালই খেলোয়াড়ই মনে হয়। বাকি যে কোনও দেশের থেকে ভারত কিন্তু তরুণ ক্রিকেটারদের তৈরি করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। ভারতীয় তরুণরা প্রচুর ক্রিকেট খেলে, ওদের বিদেশ সফরে পাঠানো হয়। রাহুল দ্রাবিড় এনসিএতে এক সময় নিজে এসব দিকে নজর রাখত। এর জন্য ওরা কিন্তু প্রস্তুত হয়েই আন্তজার্তিক ক্রিকেটের আঙিনায় পা রাখে। গিল প্রচুর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে, ইতিমধ্যেই আন্তজার্তিক ক্রিকেটও খেলেছে। তাই ২২ বছর বয়সি হিসাবে কিন্তু ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।' বলেন তিনি। 


ওভালে ভারতের অনুশীলন


এই ফাইনালের আগে বহুদিন ধরেই ইংল্যান্ডে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই নিজেদের অনুশীলন সারছিল। তবে আজই প্রথমবার ওভালে অনুশীলন করলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। বেশ কয়েকদিন ধরে রোহিত, বিরাটরা জোরকদমে প্রস্তুতি সারলেও, তা হচ্ছিল আরুনডেল ক্রিকেট ক্লাবে। কিন্তু এবার ফাইনালের ভেন্যুতেই পৌঁছে গেলেন বিরাটরা। গোটা ভারতীয় দলই সেই অনুশীলনে হাজির ছিল। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া তদারকিতেই চলল ভারতীয় দলের অনুশীলন। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলিরা বেশ খানিকক্ষণ ফিল্ডিং অনুশীলন করেন।


ফিল্ডিং অনুশীলন শেষে ভারতীয় দলের তারকারা নেটে ব্যাটিং অনুশীলন করেন। সেখানে রোহিত, রাহানে, কোহলিরা তো ছিলেনই, ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় উমেশ যাদবকেও। ভারতীয় দল মোট চারটি পিচে নিজেদের ব্যাটিং অনুশীলন সারেন। 


আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?