লন্ডন: আসন্ন সপ্তাহেই শুরু হতে চলেছে টেস্টের সেরা হওয়ার লড়াই। দক্ষিণ লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দুই তারকাখচিত দল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। ব্যাটিং, বোলিং অনুশীলন তো চলছেই পাশাপাশি ভারতীয় দলের (Team India) তারকাদের মন দিয়ে ফিল্ডিং অনুশীলন করতেও দেখা গেল।


অনুশীলনে মত্ত বিরাটরা 


শুক্রবার, ২ জুন বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে বিরাট কোহলি, অক্ষর পটেল, শুভমন গিলদের ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়। ভারতীয় দলের তারকাদের দুই ভাগে ভাগ করে এই অনুশীলন করা হয়। একদল হাই ক্যাচের অনুশীলন করে, অপর দলকে তুলনামূলক দ্রুত গতিতে ক্লোজ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এনার্জি লেভেলটা প্রতিটি সেশনের সঙ্গেই উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।'


প্রসঙ্গত, এই নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। এর আগের সাইকেলে ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরাজিত হতে হয় ভারতকে। এবার লড়াইটা অজিদের সঙ্গে। গতবারের হারের হতাশা ভুলে ভারতীয় দল আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে পারে কি না, সেটাই দেখার বিষয়।


 






বিরাট রেকর্ডের হাতছানি


মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার কোহলি। প্রায়শই তিনি রেকর্ড ভাঙেন, গড়েন। ওভালেও তেমনই এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে 'কিংগ কোহলি'র সামনে। কোহলি যদি ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আরও ১০৪ রান করতে পারেন, তাহলে তিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে (ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) সর্বোচ্চ রানের কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। কোহলি এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ছয় ইনিংস খেলে মোট ২১৭ রান করেছেন। ওভালে আর ১০৪ রান করলেই কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি।


টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাঙ্গাকারা একাধিক ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন। তিনিই এখনও পর্যন্ত আইসিসির ফাইনালে সাত ইনিংসে মোট ৩২০ রান করেছেন। কোহলির সামনে কিন্তু সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে। 


আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?