সিডনি: কিছুদিন আগেই আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। গোটা টুর্নামেন্টে বিরাট বাহিনীর বোলিং লাইন আপের সবচেয়ে বড় স্তম্ভ ছিলেন। কিন্তু এবার দেশের জার্সিতে লড়াইয়ে নামার পালা। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যার প্রস্তুতি সারছে পুরোদমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই শিবিরই। আর অজি শিবিরে নতুন বলে মিচেল স্টার্কের সঙ্গে গুরুদায়িত্ব বর্তাবে ফের হ্যাজেলউডের ওপরই। নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হ্যাজেলউড।
অস্ট্রেলিয়া শিবির আগেই প্রস্তুতি শুরু করে দিলেও জশ ইংলিশের সঙ্গে পরে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন হ্যাজেলউড। আইপিএলে ২২ উইকেট নিয়েছেন। দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ২০২৩ অ্যাশেজে ফেরার পর থেকে আলাদাই ফর্মে অজি পেসার। ১৩ টেস্ট এখনও পর্যন্ত ৫৭ উইকেট নিয়েছেন তিনি। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলার হতাশা কাজ করছে হ্যাজেলউডের মধ্যে। তিনি বলছেন, ''আমি গতবারই ফাইনাল খেলার একেবারে কাছে পৌঁছেছিলাম। একটুর জন্য খেলতে পারিনি।''
ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেছেন, ''আইপিএলের মাঝে একটু অসুবিধে হচ্ছিল। আমি দেশে ফিরে গিয়েছিলাম। কিন্তু ফের পুরো ফিট হয়ে ফিরে এসেছি। আইপিএলে যে ছন্দে ছিলাম। আমার মনে হচ্ছে আমি কেরিয়ারের অন্য়তম সেরা ফর্মে রয়েছি। এছাড়া গত ২ বছরের প্রত্যেক ফর্ম্য়াটেই অনেক ওভার করতে পারছি। শরীরের নিয়ন্ত্রণ আমারই ওপর। সেদিকে খেয়াল রাখছি। যত সম্ভব ফিট থাকার চেষ্টা করছি। আশা করি আসন্ন টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেও নিজের সেরাটা দিতে পারব।''
বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতকে হারানোর সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া শিবির। দক্ষিণ আফ্রিকা আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১১ ম্য়াচ খেলে ৭ ম্য়াচ জিতেছিল প্রোটিয়া শিবির। জয়ের শতকরা হার ছিল ৬৬.৬৭। অন্য়দিকে সিডনি টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৬৩.৭৪। কামিন্সরা ১৭ ম্য়াচ খেলে ১১টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। ৪টি ম্য়াচ হেরেছে তারা। ২টো ম্য়াচ ড্র করেছে। অন্যদিকে সিডনি টেস্টের পর ভারতের ঝুলিতে ১৯ ম্য়াচের মধ্য়ে ৯টি জয় ১০টি হার ও ২টো ড্র। জয়ের শতকরা হার ৫০.০০।
এদিকে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে, অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল আগামী ২০ তারিখ থেকে হেডিংলেতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে। ইংল্যান্ডে শুভমন গিলের নেতৃত্বে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত।