দুবাই: সদ্যই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ সমাপ্ত হয়েছে। সেই সিরিজ শেষেই ইংল্যান্ড (England Cricket Team) ও অস্ট্রেলিয়া (Australia Cricket Team), উভয় দলেরই পয়েন্ট কাটা গিয়েছে। মন্থর ওভার রেটের জন্য আইসিসির তরফে ইংল্যান্ডের ১৯ ও অস্ট্রেলিয়ার ১০ পয়েন্ট কাটা গিয়েছে। এই দুই দলের পয়েন্ট কাটা যাওয়ার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-র (World Test Championship 2025) তালিকায় বড় রদবদল ঘটেছে। 


ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে উঠে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan Cricket Team) ও ভারত (Indian Cricket Team)। পাকিস্তান এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দুই ম্যাচই জিতে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে। অপরদিকে, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচের একটি জিতে এবং একটি ড্র করে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে।


অ্যাশেজ সিরিজ শেষে আইসিসির তরফে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, দুই দলকেই শাস্তি দেওয়া হয়। এই শাস্তির ফলেই ভারত ও পাকিস্তান লাভবান হয়। শাস্তির আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড উভয়ের দখলেই ২৬ পয়েন্ট ছিল। দুই দলেরই ম্যাচ পিছু পয়েন্টের শতাংশ ছিল ৪৩.৩৩। কিন্তু শাস্তির পরে অস্ট্রেলিয়া ৩০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে নেমে গিয়েছে। আর ইংল্যান্ড তো আরও নীচে। মাত্র ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল আপাতত তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র করায় আপাতত চার নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তাঁদের দখলে ম্যাচ পিছু ১৬.৬৭ শতাংশ পয়েন্ট রয়েছে। এই ম্যাচ পিছু পয়েন্টের বিচারেই কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা নির্ধারিত হয়।


বর্তমান পয়েন্ট তালিকা যদি এই সাইকেলের শেষ পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেতাবি লড়াই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। দুই পড়শি দেশ রাজনৈতিক পরিস্থিতির ফলে ২০০৭ সালের ডিসেম্বরের পর থেকে একে অপরের বিরুদ্ধে আর টেস্ট ম্যাচ  খেলেনি। সেক্ষেত্রে প্রায় দুই দশক পরে তাঁদের লাল বলে ক্রিকেটে একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ওয়ান ডে ম্যাচ খেলার ফিটনেসই নেই? বিশ্বকাপের আগে রাহুল, শ্রেয়স ভারতের চিন্তা বাড়াচ্ছেন