নয়াদিল্লি: ক্রমশই এগিয়ে আসছে ৫০ ওভারের বিশ্বকাপের (CWC 2023) আসর। ভারতীয় দলের একগুচ্ছ তারকা এখনও জাতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন। যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণরা আসন্ন ভারত-আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন। তবে কেএল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কিন্তু এখনও জাতীয় দলের বাইরেই রয়েছেন। তাঁদের নাম আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় স্কোয়াডে নেই। খবর অনুযায়ী, দুই তারকা ব্যাটার এশিয়া কাপেও খেলতে পারবেন না।


পিঠের চোটের কারণে শ্রেয়স আইয়ার বছরের শুরুর দিকে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ থেকেই মাঠের বাইরে রয়েছেন। অপরদিকে, রাহুল আইপিএলের মাঝপথে উরুতে চোট পান। দুই তারকাকেই চোট সারানোর জন্য অস্ত্রোপ্রচার করাতে হয়। ফিট আইয়ার, রাহুল ভারতীয় ওয়ান ডে দলের নিয়মিত সদস্য। তাঁরা ফিট থাকলে যে একাদশে সুযোগ পাবেন, তা ধরে নেওয়াই যায়। দিনকয়েক আগেই বিসিসিআইয়ের তরফে রাহুল এবং শ্রেয়সের আপডেট দিয়ে জানানো হয়েছিল, 'ওরা নেটে ব্যাটিং করা শুরু করে দিয়েছেন এবং বর্তমানে স্ট্রেংথ এবং ফিটনেস সংক্রান্ত না না ধরনের অনুশীলন করছেন। বিসিসিআই ওদের চোট সারানোর গতি নিয়ে সন্তুষ্ট এবং আসন্ন দিনে ওদের অনুশীলন আরও কড়া হবে।'


কিন্তু দুই তারকা ব্যাটারের এখনও ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, রাহুল এবং শ্রেয়স আইয়ার ব্যাটিং করা শুরু করে দিলেও, গোটা ৫০ ওভার মাঠে ফিল্ডিং করার মতো পরিস্থিতিতে নেই। সেই কারণেই এশিয়া কাপে (Asia Cup 2023) তাঁদের খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনাও কম। এই দুই তারকার ফিটনেসের সঙ্গেই আবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রোহিত শর্মা ও বিরাট কোহলির মাত্র একটি ওয়ান ডে ম্যাচ খেলা জড়িত। দাবি করা হচ্ছে রোহিত ও কোহলিকে প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচে খেলানোরই পরিকল্পনা ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট রাহুল, শ্রেয়সের ফিটনেস সম্পর্কে অবগত হওয়ার পর এশিয়া কাপের কথা মাথায় রেখে সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবকে পরখ করে দেখার সিদ্ধান্ত নেয়।   


প্রসঙ্গত, রাহুল এবং শ্রেয়স যদি এশিয়া কাপের আগেও ফিট হতে নাই পারেন, সেক্ষেত্রে বিশ্বকাপের আগে নিজেদের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য তাঁদের হাতে মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ থাকবে। বিশ্বকাপের প্রাক্কালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ থেকে ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই ম্যাচগুলিতে সুযোগ পেলেই তাঁদের নিজেদের ফিটনেস প্রমাণ করতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আগের চেয়েও শক্তিশালী, সেরা ছন্দে বল করছি, ১ বছর পর ভারতীয় দলে ফিরে ফুটছেন প্রসিদ্ধ