ত্রিনিদাদ: দিন দুয়েক আগেই শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে সিরিজ। টেস্টের পর ওয়ান ডে সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার দুই দল টি-টোয়েন্টির (IND vs WI T20) লড়াইয়ে মাঠে নামবে। আজ, বৃহস্পতিবার, ৩ অগাস্ট থেকেই শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই সিরিজ হারের পর মরিয়া হয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় ঝাঁপাবে বলে আশা করাই যায়।


টেস্ট এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মারা থাকলেও, টি-টোয়েন্টিতে কিন্তু হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে তুলনামূলক তরুণ এবং অনভিজ্ঞ ভারতীয় দলই মাঠে নামতে চলেছে। তাই মহাতারকাদের অনুপস্থিতিতে ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল মুকেশ কুমাররা কেমন পারফর্ম করেন, সেইদিকে ভারতীয় সমর্থকরা বিশেষ নজর রাখবে। যশস্বী এ বারের আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন। টেস্টের অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। বিশ ওভারের ফর্ম্যাটে আন্তর্জাতিক অভিষেকেও তিনি ব্যাট হাতে দাপট দেখান কি না, সেই দিকেও নজর থাকবে।


কাদের ম্যাচ


ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টি-টোয়েন্টি


কোথায় খেলা


ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদ 


কখন শুরু ম্যাচ


টস ভারতীয় সময় রাত ৭.৩০টায়, ম্যাচ শুরু রাত ৮টায়      


কোথায় দেখবেন ম্যাচ


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার ডিডি স্পোর্টসে              


অনলাইন স্ট্রিমিং


জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


পিচ রিপোর্ট


এই স্টেডিয়ামে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচই আয়োজিত হয়েছে। গত বছর সেই ম্যাচেও ভারত-ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে স্পিনাররা বেশ মদত পেয়েছিলেন। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনাই প্রবল। টসে জিতে অধিনায়করা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন, কারণ ম্যাচ যত এগোবে, ততই পিচ বোলিং সহায়ক হয়ে ওঠার পূর্বাভাস রয়েছে।


হেড-টু-হেড


ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ১৭ ম্যাচ জিতেছে। দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ় জিতেছে আটটি ম্যাচ। ক্যারিবিয়ানেও কিন্তু মুখোমুখি সাক্ষাৎকারে ভারতই খানিকটা এগিয়ে। সাত ম্যাচের তিনটিতে ওয়েস্ট ইন্ডিজ় জিতেছে। চারটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা হয়েছে, পাত্তা দিইনি কেউই: কোহলি