লখনউ: মাসখানেক আগেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের প্রথম খেতাব জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যশ দয়াল (Yash Dayal)। তবে তারপরেই বিরাট বিপাকে আরসিবি তথা উত্তরপ্রদেশের তারকা ক্রিকেটার। গাজিয়াবাদের এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের (Yash Dayal's Sexual Exploitation Allegation) অভিযোগ করেছেন, দায়ের হয়েছে এফআইআরও। এই ঘটনায় এর আগে পর্যন্ত তার কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে শেষমেশ মুখ খুললেন যশ দয়াল।
২৭ বছর বয়সি ক্রিকেটার প্রয়াগরাজ পুলিশ স্টেশনে ওই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন। খুলদাবাদ পুলিশ স্টেশনে যশ ওই মহিলা তাঁর আইফোন ও ল্যাপটপ চুরি করেছেন বলে দাবি করে মামলা দায়ের করার অনুরোধ করেছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। যশ পুলিশকে জানান ওই অভিযোগকারিণীর সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ এবং সেখানেই তাঁরা কথাবার্তা বলা শুরু করেন। এখানেই শেষ নয়, ওই মহিলা তাঁর থেকে লক্ষ লক্ষ টাকা নিজের ও পরিবারের চিকিৎসার জন্য ধার করেও তা আজ অবধি ফেরত দেননি। কেনাকাটা করার জন্যও যশের থেকে সেই অভিযোগকারিণী বারংবার টাকা ধার করেছিলেন এবং তাঁর প্রমাণও রয়েছে বলে দাবি করেন ক্রিকেটার।
যশ জানান ওই মহিলা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জানতে পেরে তিনি নিজেও আইনি পথে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন। তিন পাতার অভিযোগে যশ ওই মহিলা ও তাঁর পরিবারের দুইজনের পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, যশ দয়ালের বিরুদ্ধে ইন্দিরাপুরম পুলিশ স্টেশনে রবিবার এক এফআইআর দায়ের করা হয়।
ঠকানো ও মিথ্যে প্রতিশ্রুতির জন্য ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা দায়ের করা হয়। এই ধারায় অভিযুক্তের দশ বছর পর্যন্ত জেল হতে পারে। গাজিয়াবাদের অভিযোগকারিণী মহিলার বয়ান অনুযায়ী তিনি পাঁচ বছর যশের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর দাবি যশ তাঁর পরিবারের সঙ্গেও তাঁর দেখা করা করান এবং যশের পরিবার তাঁকে পুত্রবধূর মতোই স্বাগত করে, যার ফলে তাঁর ভরসা আরও বাড়ে।
এফআইআরের বলা হয় এই ঘটনাগুলির গোটটাই ভওতা জেনে যখন অভিযোগকারিণী প্রতিবাদ করেন, তখন তাঁকে শারীরিক ও মানসিক হেনস্থার সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি অভিযোগকারিণী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ। নির্যাতিতা আরও অভিযোগ করেছেন যে, যশ দয়াল তিনি ছাড়াও আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁদেরকেও ওই ক্রিকেটার একইরকম আশ্বাস দিয়েছিলেন।