নয়াদিল্লি: খেলার প্রতি ভালবাসা, কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা প্রায়শই খেলার জগতে রূপকথার জন্ম দেয়। ঠিক তেমনই এক রূপকথার গল্পের মতো বাংলাদেশের সফরে ভারতের (IND vs BAN) ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন যশ দয়াল (Yash Dayal)। কোনওদিনও তিনি কোনও বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেননি, সুযোগ পাননি উত্তরপ্রদেশের অনুর্ধ্ব ১৯ দলেও। তবে প্রয়াগরাজের যশের গায়ে এবার উঠতে চলেছে ভারতীয় জার্সি। 


মা-বাবাকে ফোন


ভারতীয় দলে ডাক পেয়েছেন, প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলেন না যশ। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরের মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে যশ বলেন, 'আমি হতবাক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী করব, তাই তখনই আমার মা-বাবাকে ভিডিও কল করি। ওঁরাও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ভারতীয় দলে সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো।' তবে এই যশই ১৯ বছর বয়স পার করেও কোনও বয়সভিত্তিক দলে সুযোগ না পাওয়ায় এক সময় খেলা ছেড়ে দেবেন বলেও মনস্থির করেছিলেন। নিজের ওপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছিলেন।


নেতিবাচক ভাবনা


নিজের সফরের বিষয়ে কথা বলতে গিয়ে যশ জানান, 'আমার মাথায় খালি নেতিবাচক চিন্তাভাবনা ঘোরাফেরা করছিল, মনে হচ্ছিল যদি কোনওদিনও সুযোগ না পাই, তখন কী হবে। তবে তারপরেই প্রতিজ্ঞা করি যে আরও কড়া অনুশীলন করব। সেই পরিশ্রমের ফলস্বরূপই আমি শেষমেশ উত্তরপ্রদেশের অনুর্ধ্ব ২৩ দলে সুযোগ পাই। সেখানে আমি এক ম্যাচে আট ও আরেক ম্যাচ পাঁচ উইকেট নিই। এই সাফল্যই আমায় রঞ্জি ট্রফি খেলার সুযোগ করে দেয় এবং তারপর থেকে আমায় আর পিছনে ফিরে তাকাতে হয়নি।'


তবে খেলাধুলো বা পড়াশুনা, কোনও বিষয়েই তাঁর পরিবার কখনও জোর করে তাঁর ওপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে যশ এখনও পর্যন্ত ৫৮টি উইকেট নিয়েছেন। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলে খেতাবও জেতা হয়ে গিয়েছে তাঁর। এবার পালা ভারতীয় দলের হয়ে পারফর্ম করার। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একই সাজঘরে ভাগ করতে মুখিয়ে রয়েছেন যশ। 'আমি টিভিতে বিরাট ভাই, রোহিত ভাইদের দেখেছি, এবার ওঁদের সঙ্গে একই সাজঘর ভাগ করব। আমার জন্য এটা বিরাট এক মুহূর্ত। ওঁরা তো আমার অনুপ্রেরণা।' বলেন যশ।


আরও পড়ুন: ফ্লাইট বুঝতে ভুল করেও এক হাতে ক্যাচ নিলেন হার্দিক, ভাইরাল হল রোহিতের প্রতিক্রিয়া