লিডস: হেডিংলেতে ৩৭১ রানের বিরাট পুঁজি নিয়েও হতাশাজনক হার। ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND 1st Test) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ়টা ভারতীয় দল হার দিয়েই শুরু করে। পরাজয়ের অন্যতম কারণ হিসাবে ক্যাচ মিসের দিকেই ইঙ্গিত করেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) একাই চার চারটি ক্যাচ ফেলেন। এক ম্যাচে ভারতীয় হিসাবে এটিই যুগ্মভাবে ক্যাচ মিস করার রেকর্ড।
তবে এতগুলি ক্য়াচ মিস করার পরেও যশস্বীকে বাউন্ডারি লাইনে গানের ছন্দের সঙ্গে কোমর দোলাতে দেখা যায়। পুরো ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এভাবে একের পর এক ক্য়াচ মিস করার পরেও যশস্বীর এই আচরণে ক্ষুব্ধ হন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হন তিনি।
প্রথম ইনিংসে যশপ্রীত বুমরার বলে তিন তিনটি ক্যাচ ফেলেছিলেন যশস্বী। পরিসংখ্যান গ্রহণ হওয়া শুরুর পর এক ইনিংসে এতগুলি ক্যাচ কোনও ভারতীয় ফিল্ডার ফেলেননি। দ্বিতীয় ইনিংসেও ফের ক্যাচ ফস্কালেন যশস্বী। সেঞ্চুরির দিকে অগ্রসর বেন ডাকেটের বিরুদ্ধে শর্ট বল করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ডাকেট শর্ট বলটির বিরুদ্ধে পুল মারেন বটে, তবে শটটি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। হাওয়ায় বেশ খানিকটা সময় বল ছিল। স্কোয়ার লেগে থাকা যশস্বী জয়সওয়াল বেশ খানিকটা ছুটে এসে বলের কাছে পৌঁছেও যান। তবে ডাইভ মেরে বল আর তালুবন্দি করতে পারেননি তিনি। ক্যাচ তাঁর হাত ফস্কে যায়।
এই ঘটনায় মাঠেই সিরাজকে বেশ বিরক্ত দেখায়। এরপর ক্যামেরা ভারতীয় সাজঘরের দিকে তাক করলে সেখানে কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) বেশ ক্ষুব্ধ দেখায়।