মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যশস্বী জয়সওয়াল। পাচনতন্ত্রের সমস্যা নিয়ে পুণেতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের তরুণী ওপেনার যশস্বী জয়সওয়ালকে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে রাজস্থানের বিরুদ্ধে খেলছিলেন জয়সওয়াল। ম্যাচের পরই আদিত্য বিড়লা হাসপাতালে দৌড়োতে হয় জয়সওয়ালকে।
রিপোর্ট অনুযায়ী যশস্বী পেটে প্রবল গ্যাসের ব্যথা শুরু হয়। সেই থেকেই তাঁকে আদিত্য় বির্লা হসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্টে দাবি করা হয় যশস্বী গোটা ম্যাচ জুড়েই পেট ব্যথার সমস্যায় ভুগছিলেন। পেট কামড়াচ্ছিল তাঁর। তবে ম্যাচের পর ব্যথা আরও বাড়ে। যদিও টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী বাঁহাতি ওপেনারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন জয়সওয়াল। সেখানেই আপাতত বিশ্রামে থাকবেন তিনি।
সূত্রের খবর, পুরোপুরি সুস্থ হতে এখনও এক সপ্তাহ সময় লাগবে জয়সওয়ালের। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের শুরুর দিকের ম্য়াচগুলোতে খেলতে দেখা যাবে না জয়সওয়ালকে। মুম্বই আগামী ২৪ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে তাঁদের বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করবে। ম্যাচে রোহিত শর্মাকে অনেক দিন পর বিজয় হাজারে ট্রফি খেলতে দেখা যাবে।
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের আগে জয়সওয়ালের সুস্থ হয়ে ওঠা খুব দরকার। তার জন্যই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বাঁহাতি ওপেনারের শারীরিক রিপোর্টের দিকে নজর রাখছে ক্রমাগত।
হাসপাতালে যশস্বীর সিটি স্ক্যান করা হয় এবং আল্ট্রাসাউন্ডও হয়। পরবর্তীতে তাঁকে ডাক্তাররা লিখে ওষুধ খেতে বলেন এবং তাঁর যে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন, তাও জানিয়ে দেয়। এর আগে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে সুযোগ পেয়ে দুরন্ত শতরান হাঁকিয়ে ছিলেন। তারপরে বিশ্রাম নয়, সোজা ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমে পড়েন যশস্বী জয়সওয়াল। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমে পড়েন যশস্বী জয়সওয়াল। বেশ ভাল ছন্দে ব্য়াটিংও করেন তিনি। তবে তারপরেই বিপত্তি।
ভারতীয় টেস্ট দলের অটোমেটিক চয়েস যশস্বী। ওয়ান ডে ফর্ম্য়াটেও খেলতে দেখা গিয়েছে। কিন্তু টি-টোয়েন্টিতে সেভাবে সুযোগ মিলছে না। শুধুমাত্র টেস্ট ফর্ম্য়াট ছাড়া বাকি দুটো ফর্ম্য়াটে এখনও নিজের জায়গা পুরোপুরি পাকা করতে পারেননি জয়সওয়াল। মুস্তাকেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।