ত্রিনিদাদ ও টোব্যাগো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ত্রিনিদাদ ও টোব্য়াগো সফরে গিয়েছেন। ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সুগভীর সম্পর্ক রয়েছে। তাই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছনোর পরে ক্রিকেটারদের কথাও উল্লেখ করেন। তিনি ব্রায়ান লারাকে নিয়ে ২৫ বছর আগের একটি ঘটনার কথা বলেন। তিনি নিকোলাস পুরান এবং সুনীল নারাইনেরও খুব প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদিকে ত্রিনিদাদ ও টোব্যাগোতে জমকালো সংবর্ধনাও জানানো হয়।
বৃহস্পতিবার রাতে ত্রিনিদাদ ও টোব্যাগোতে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদি ভারতীয় সম্প্রদায়ের লোকেদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতীয় ঐতিহ্য নিয়ে কথা বলেন এবং বলেন যে, সেখানে বসবাসকারী অনেক লোকের পূর্বপুরুষ বিহার থেকে এসেছেন। ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলাজীর পূর্বপুরুষও বিহার থেকে এসেছেন, তিনি বক্সারে থাকতেন। সেখানকার মানুষজন তাকে বিহারের মেয়ে হিসেবে মনে করেন।
শোনালেন ২৫ বছর আগের ঘটনা
ত্রিনিদাদ ও টোব্যাগোতে ক্রিকেট খুব জনপ্রিয়। এখান থেকে অনেক কিংবদন্তি ক্রিকেটার এসেছেন। যাঁদের মধ্যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান লারাও রয়েছেন। তাঁকে নিয়ে প্রধানমন্ত্রী একটি ঘটনাও শোনান। তিনি বলেন, "২৫ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন সবাই লারার পুল শট, তাঁর কাট শটের প্রশংসা করতে ক্লান্ত হতো না।"
প্রধানমন্ত্রী এর পরে পুরান এবং নারাইনেরও প্রশংসা করেন, এই দুজনেই ভারতে হওয়া বিশ্বের বৃহত্তম ক্রিকেট লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (IPL) খেলেন। প্রধানমন্ত্রী বলেন, "আজ সুনীল নারাইন এবং নিকোলাস পুরান আমাদের যুবকদের মধ্যে উৎসাহ জোগান, সেই থেকে এখনও পর্যন্ত আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।"
জানিয়ে রাখা যাক যে, ত্রিনিদাদ ও টোব্যাগোতে ভারতীয় বংশোদ্ভূত অনেক লোক বাস করেন, স্বয়ং প্রধানমন্ত্রী কমলা প্রসাদ (Kamla Persad-Bissessar)-এর পূর্বপুরুষ ভারতের। ক্রিকেটারদের কথা বললে, সুনীল নারাইন এবং নিকোলাস পুরানের পূর্বপুরুষও ভারতের। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, "আপনাদের পূর্বপুরুষরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আশা হারাননি এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে জয়লাভ করেছেন। গঙ্গা যমুনাকে হয়তো ছেড়েছিলেন, কিন্তু নিজেদের হৃদয়ে রামায়ণকে ধারণ করে এসেছিলেন। নিজেদের মাটি ছেড়েছিলেন, কিন্তু নুন ছাড়েননি। তাঁরা তাঁদের সংস্কৃতি ভোলেননি।"
ব্রায়ান লারার নাম বিশ্বের মহান ব্যাটারদের মধ্যে বিবেচনা করা হয়। তিনি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তিনি ৪৩০টি ম্যাচের ৫২১টি ইনিংসে ২২,৩৫৮ রান করেছেন। সম্প্রতি নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন, তিনি শুধুমাত্র টি-২০ লিগ খেলবেন।