কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ইংল্যান্ডের বোলিংকে ছারখার করে দিয়েছেন ব্যাট হাতে। ভারতকে ম্যাচ জিতিয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইনিংস ওপেন করতে নেমে তাঁর ৩৪ বলে ৭৯ রানের ঝড়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।
বিধ্বংসী ইনিংস খেলে উঠে অভিষেক কৃতিত্ব দিয়েছেন দুই কিংবদন্তিকে। দুজনই তাঁর মেন্টর। ঘটনাচক্রে দুজনই বাঁহাতি ব্যাটার। ব্রায়ান লারা ও যুবরাজ সিংহ।
এবার ছাত্রকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন যুবি স্বয়ং। উচ্ছ্বসিত যুবরাজ ছাত্রকেই স্যর বলে সম্বোধন করেছেন। এক্স হ্যান্ডলে যুবরাজ লিখেছেন, 'সিরিজের শুরুটা দারুণ করেছো ছেলেরা। আমাদের বোলাররা দারুণ ছন্দে রয়েছে। আর স্যর অভিষেক শর্মা, দারুণ খেলেছো। দুর্দান্ত ইনিংস। যেভাবে তুমি স্টেপ আউট করে দুটি বাউন্ডারি মেরেছো, আমি ভীষণ প্রভাবিত হয়েছি।'
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর অভিষেক সাংবাদিক সম্মেলনে এসে বলেন, 'আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে। আমি যুবি পাজিকে প্রথমে কোচ হিসাবে পেয়েছিলাম। সব সময় আমার পাশে থেকেছেন। তারপর আমি পাই ব্রায়ান লারাকে। সানরাইজার্স হায়দরাবাদে তিনিও আমাকে ভীষণ সাহায্য করেছেন। পরে ড্যানিয়েল ভেট্টোরিও খুব উৎসাহ দিয়েছেন। ড্রেসিংরুমে সব কিছু সরল ও স্বাভাবিক রাখার কথা বলতেন ভেট্টোরি স্যর। সেখান থেকেই আমি ভয়ডরহীন ক্রিকেট খেলা শিখি।'
ইডেনে ভারতের সামনে মাত্র ১৩৩ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল ইংল্যান্ড। এর জন্য কি আলাদা পরিকল্পনা ছিল? ৪৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। দ্রুত ম্য়াচ শেষ করার কথা ভেবেই নেমেছিলেন? অভিষেক বলেছেন, 'আলাদা পরিকল্পনা কিছু থাকে না। বল দেখে সেই অনুযায়ী খেলাই আমি বিশ্বাস করি। দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমি শুধু একটু সতর্ক থাকার চেষ্টা করেছিলাম। তবে পরে নিজের শট খেলার চেষ্টা করেছি। ম্যাচের আগে প্র্যাক্টিস থেকে অনেক কিছু শেখা যায়।'
আরও পড়ুন: বিশ্বের আর কোনও মাঠে ভারতের এই রেকর্ড নেই, শুনলে গর্ব করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা