নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর এখনও মাঠে ফিরতে অবশ্য বেশ খানিকটা সময় লাগবে। তবে তিনি দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদী প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংহ (Yuvraj Singh)। সম্প্রতি পন্থের সঙ্গে দেখাও করেন যুবরাজ।
তারকা সাক্ষাৎ
পন্থের সঙ্গে সাক্ষাৎ করার ছবিটা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যুবরাজ সিংহ। সেই সাক্ষাৎকারে ভারতের তারকা কিপার পন্থকে ইতিবাচক মানসিকতার হাসিখুশি ছেলে বলে দাবি করে যুবরাজ লেখেন, 'ছোট ছোট কয়েকটি ধাপ। এই চ্যাম্পিয়নটি আবার ঘুরে দাঁড়াবেই। তোমার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। খুবই ইতিবাচক ও হাসিখুশি একটা ছেলে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।' প্রসঙ্গত, পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
ওয়ার্নারের প্রতিক্রিয়া
ডেভিড ওয়ার্নারই (David Warner) যে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নেতা হচ্ছেন, তা দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এবার সেই খবরে সিলমোহর পড়ল। সরকারিভাবে দিল্লি ক্যাপিটালসের তরফে আসন্ন মরসুমের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করা হল। সহ-অধিনায়কত্ব করতে দেখা যাবে অক্ষর পটেলকে।
অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অজি তারকা বলেন, 'দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসাবে ঋষভ দারুণ কাজ করেছে। আমরা সকলেই ওকে মিস করব। আমার ওপর আস্থা রাখার জন্য দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। এই ফ্রাঞ্চাইজিটা বরাবরই আমার কাছে খুবই স্পেশাল এবং এত প্রতিভাবান এক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভীষণ উৎসাহিত। সকলের সঙ্গে দেখা করে মাঠে নামার তর সইছে না আর।'
প্রসঙ্গত, ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল জিতেছিল। তবে ২০২০ সালের আইপিএলে খারাপ ফর্মের জেরে তাঁকে দলের অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হয়। প্রবল বিতর্কের মাঝে শেষ হয় তাঁর সানরাইজার্স সফর। গত বারের আইপিএল মেগা নিলামেই আবার দিল্লিতে যোগ দেন তিনি। এই ফ্রাঞ্চাইজির সঙ্গেই নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ওয়ার্নার। বিতর্ককে পিছনে ফেলে আসন্ন আইপিএলে ফের একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন অধিনায়ক ওয়ার্নার।
আরও পড়ুন: চোটের কারণে দীর্ঘদিন বুমরা মাঠের বাইরে থাকলেও বিন্দুমাত্র চিন্তিত নয় ভারতীয় ম্যানেজমেন্ট!