চেন্নাই: আর সপ্তাহ দু'য়েকের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2023) মরসুম। ইতিমধ্যেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি কিন্তু নিজের নিজের মতো করে আসন্ন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিএসকের হয়ে মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni) মাঠে নেমে পড়েছেন। ক্রিকেট অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি তো রয়েইছে মাঝেই তবে এরই মাঝে এক অচেনা ধোনিকে দেখা গেল।
নতুন অবতারে ধোনি
এই ধোনির হাতে ব্যাটের বদলে রয়েছে গিটার, তিনি লম্বা ছক্কা হাঁকানোর জায়গায় গিটারের কর্ডে মজে। সিএসকের তরফেই নিজেদের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে ধোনিকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখা গেল। ধোনির আপামর সমর্থকরা নিজেদের প্রিয় ক্রিকেটারের এই ভিন্ন রূপ কিন্তু বেশ পছন্দই করেছেন। হু হু করে ভাইরালও হয়েছে তাঁর এই ভিডিও। এইটা ঠিক কীসের ভিডিও তা বোঝা না গেলেও, যতদূর সম্ভব মনে হয় এটি আসন্ন আইপিএলের জন্যই কোনও প্রমোশনাল ভিডিও শ্যুট।
সৌরভের নতুন ইনিংস
জল্পনা ছিলই, বাকি ছিল সিলমোহর। আজ, বৃহস্পতিবার ১৬ মার্চ সরকারিভাবে আইপিএলের দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ডব্লিউপিএলের মহিলা দল থেকে প্রিটোরিয়া এবং দুবাই ক্যাপিটালস, ক্যাপিটালসের সমস্ত ফ্রাঞ্চাইজিরই ডিরেক্টর অফ ক্রিকেটেরই দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
অবশ্য বৃহস্পতিবারই সরকারিভাবে সৌরভের দায়িত্ব নেওয়ার কথা জানানো হলেও, তিনি কিন্তু আগেভাগেই নিজের কাজ শুরু করে দিয়েছেন। সৌরভের অধীনে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের একাধিক অনুশীলন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে পুরনো ফ্রাঞ্চাইজিতে ফিরে কিন্তু সৌরভ নিজেও বেশ উচ্ছ্বসিত।
তিনি বলেন, 'দিল্লি ক্যাপিটালসে ফিরতে পারায় আমি উচ্ছ্বসিত। গত কয়েক মাসে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং (দিল্লি ক্যাপিটালসের) মহিলা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। আসন্ন আইপিএল মরসুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। গতবার আমি দায়িত্বে থাকাকালীন কিন্তু দিল্লি ক্যাপিটালস ভালই পারফর্ম করেছিল। ইতিমধ্যেই এ মরসুমের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং দলগতভাবে সকলের সঙ্গে মিলিতভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। আশা করছি পরের দুই মাসটা ভালই কাটাব।'