নয়াদিল্লি: শ্রীলঙ্কা সিরিজ় শেষ হয়ে গিয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দীর্ঘদিন কোনও সিরিজ় নেই। সেই আবার সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ়। ঘরোয়া ক্রিকেটের ম্যাচও হচ্ছে না এখন। তাই আপাতত ভারতীয় দলের সিংহভাগ ক্রিকেটারই ছুটি কাটাতে ব্যস্ত। এই লম্বা বিরতির সুযোগ নিয়েই যুজবেন্দ্র চাহাল দেখা করে নিলেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে।


ভারতীয় ক্রিকেটের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিবিড়। মহেন্দ্র সিংহ ধোনি, কপিল দেবের মতো প্রাক্তন ভারতীয় অধিনায়করা সেনাবাহিনীর সম্মানিক পদে রয়েছেন। সচিন তেন্ডুলকরকেও বহুবার সেনাবাহিনীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। এবার সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সময় কাটালেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতের তারকা ক্রিকেটার ৯ অগাস্ট, শুক্রবার চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশে। সেখানে সেনাবাহিনীর ডোগরা রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে দেখা করেন চাহাল।


এই সাক্ষাৎকারের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ভারতের তারকা লেগস্পিনার। সেনাবাহিনীর সকলের সঙ্গে বেশ মজা করতে দেখা যায় চাহালকে। বিশ্বজয়ী তারকা বোলার সেনাবাহিনীর চিফদের একজনের হাতে ফ্রেম করা নিজের বিশ্বকাপজয়ী একটি জার্সিও  তুলে দেন। আবার সব জওয়ানদের সঙ্গে একটি ছবিও তোলেন তিনি।


সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়ে তিনি যে কতটা গর্বিত ও আনন্দিত, সেটা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ক্যাপশনের মাধ্যমে জানান ভারতীয় তারকা। তিনি লেখেন, 'এই মানুষজনের সঙ্গে এখানে সময় কাটানোটা আমার কাছে দারুণ সৌভাগ্যের। এই অভিজ্ঞতা ভাষায় ব্যক্ত করা যায় না। ভারতীয় হিসাবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে যতটা গর্বের, সম্মানের, দেশের জন্য, আমাদের সুরক্ষিত রাখার জন্য নিজেদের জীবন বাজি রাখা এই ব্যক্তিদের সান্নিধ্যে তা বহুগুণে বেড়ে যায়।'


 






প্রসঙ্গত, চাহালকে কিন্তু দিনকয়েক আগে কাশ্মিরী মহিলাদের ক্রিকেট লিগে উপস্থিত থেকে সকলের উৎসাহ বাড়াতেও দেখা গিয়েছিল। তাই নিজের অবসরেও কিন্তু যেনতেন প্রকারেণ ক্রিকেটের সঙ্গে যুক্তই রয়েছেন বিশ্বজয়ী তারকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধ্যানচাঁদকে সম্মান জানানো থেকে ভারত সরকারের সম্বর্ধনা, দেশে ফিরেই হকি তারকাদের ঠাসা কর্মসূচি